হারানো Android ফোন খুঁজতে Find My Device ফিচার আনছে Google, মোবাইল বন্ধ থাকলেও কাজ করবে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 07, 2023 | 6:52 PM

2022 সালের ডিসেম্বরে গুগল তার 'Find My Device' ফিচারটি টিজ় করেছিল। এর মাধ্যমেও হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজতে পারবেন কাস্টমাররা। সম্প্রতি 91 Mobiles-এর একটি রিপোর্টে বলা হয়েছে Google Find My Device ফিচারটি তখনও কাজ করবে, যখন ফোনটি সুইচ অফ করা থাকবে।

হারানো Android ফোন খুঁজতে Find My Device ফিচার আনছে Google, মোবাইল বন্ধ থাকলেও কাজ করবে
হারানো ফোন খুঁজতে গুগলের বিশেষ ব্যবস্থা।

Follow Us

Apple iPhone-এ রয়েছে চমৎকার একটি ফিচার, যার নাম ‘Find My Device’। এটি একটি নেটওয়ার্ক ফিচার, যার মাধ্যমে কাস্টমাররা চুরি যাওয়া iPhone থেকে শুরু করে iPad, Mac এবং AirTag হারিয়ে গেলেও তা খুঁজে পেয়ে যান। এমনকি, সেই ডিভাইস যদি ওয়াই-ফাই বা ব্লুটুথের রেঞ্জের মধ্যে না থাকে বা ডিভাইসটি বন্ধ থাকে, তা-ও সেটির সন্ধান পাওয়া যেতে পারে। Google-ও এবার সেরকমই একটি প্রযুক্তি নিয়ে আসছে। 2022 সালের ডিসেম্বরে গুগল তার ‘Find My Device’ ফিচারটি টিজ় করেছিল। এর মাধ্যমেও হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজতে পারবেন কাস্টমাররা। সম্প্রতি 91 Mobiles-এর একটি রিপোর্টে বলা হয়েছে Google Find My Device ফিচারটি তখনও কাজ করবে, যখন ফোনটি সুইচ অফ করা থাকবে। টিপস্টার কুবা কুবা ওজেচোওস্কি এই খবরটি জানিয়েছেন। অর্থাৎ গুগলের এই ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি এক্কেবারে অ্যাপলের মতোই হতে চলেছে।

এই ফিচারটিকে বলা হবে Pixel Power Off Finder। অন্তত Google ফোনগুলির ক্ষেত্রে তো এই নামই হতে চলেছে। কুবা জানিয়েছেন, টেক জায়ান্টটি একটি বিরাট নেটওয়ার্ক তৈরি করতে চলেছে সমস্ত Android ডিভাইসের জন্যই। Apple AirTags-এর ক্ষেত্রে যেমন অপশনাল সাপোর্ট বা UWB লোকেটর ট্যাগ থাকে, তেমনই Google-এরও নিজস্ব ট্যাগ কোডনেম ‘grogu’ এবং আরও অনেক কিছু থাকবে। ইতিমধ্যেই Google তার Android 14-এর প্রথম দিকের সোর্স কোডটি OEM-দের সঙ্গে শেয়ার করেছে, যেগুলি আর্লি অ্যাক্সেস প্রোগ্রামে (EAP) তালিকাভুক্ত হয়েছে।

সোর্স কোডে থাকছে একটি নতুন হার্ডওয়্যার অ্যাবস্ট্র্যাকশন লেয়ার (HAL) ডেফিনিশন, যাকে ‘hardware.google.bluetooth.power_off_finder’ বলা হচ্ছে। কোডের কমেন্ট অনুযায়ী, ডিভাইসের ব্লুটুথ চিপে প্রিকম্পিউটেড ফিঙ্গার নেটওয়ার্ক কিগুলি পাঠানো হবে। পরে, ফোন বন্ধ হলেও সেগুলি গুগলের কাছে থেকে যাবে। তার দ্বারাই আখেরে শেষ পর্যন্ত হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার কাজটি সহজ হবে। আইফোনের ক্ষেত্রেও ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি ঠিক এই ভাবেই কাজ করে।

তবে এই ফিচার কার্যকর হওয়ার জন্য হার্ডওয়্যার সাপোর্ট প্রয়োজন, যাতে সবসময় ফোনে ব্লুটুথ চিপ সক্রিয় থাকে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়টি জানা যায়নি যে, Pixel 6 এবং Pixel 7 এই প্রযুক্তি পাবে কি না। তবে এই বিষয়টি নিশ্চিত যে, Pixel 8-এ এই ফাইন্ড মাই লোকেশন ফিচার দেওয়া হবে।

Next Article