Google Pixel 8 লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই Google Pixel 7-এর উপর বিরাট ছাড় দেওয়া হচ্ছে। বহু মানুষ বোধ হয় নতুন ফোন আসার অপেক্ষা করে শুধুমাত্র আগের ভার্সনটি কিনতে পারবেন বলে। সেই মতোই কোম্পানিও তাদের Google Pixel 7-এ বাম্পার ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে। Flipkart এই ডিসকাউন্ট অফার দিচ্ছে। ফলে যারা দীর্ঘদিন ধরে Google Pixel 7 কেনার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য এখন কেনার একটি ভাল সুযোগ। এই ডিসকাউন্ট অফারটিতে আপনি অনেক কম দামে Google Pixel 7 কিনে নিতে পারবেন। Flipkart আপনাকে এই সুবিধা দিচ্ছে। আপনি অনেক কম টাকায় এখান থেকে ফোনটি কিনে ফেলতে পারবেন। Google Pixel 7 (Lemongrass, 128 GB) (8 GB RAM)-এ আপনি অফার পাবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী অফার পাওয়া যাচ্ছে।
এই ফোনের দাম কত? আর এতে কী অফার পাবেন?
Google Pixel 7-এর 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম Flipkart-এ 41999 টাকা রাখা হয়েছে। কিন্তু এর আসল দাম 59999 টাকা। এমনিতেই অনেক কম দামে বিক্রি করছে ফ্লিপকার্ট। অর্থাৎ ফ্লিপকার্ট এই স্মার্টফোনে 30% ছাড় দিচ্ছে এবং এই ছাড়ের পরে, গ্রাহকরা 18000 টাকা বাঁচাতে পারবেন।
এখানেই কি সব অফার শেষ?
একেবারেই তা নয়। ডিসকাউন্ট অফার এখানেই থেমে নেই। এই স্মার্টফোনে আরও একটি অফার দেওয়া হচ্ছে। Flipkart এই স্মার্টফোনটি কিনলে 36599 টাকার এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কাছে যদি একটি পুরনো ফোন থাকে, আপনি সেটি দিয়ে এই নতুন ফোনটি কিনে নিতে পারেন। তবে এর জন্য আপনাকে একটি শর্ত মেনে চলতে হবে। আপনি এক্সচেঞ্জ অফারে পুরো ছাড় তখনই পাবেন, যখন আপনার পুরনো ফোনের অবস্থা ভাল থাকবে। আর সেই ছাড়ের পর আপনি প্রচুর টাকা কমে Google Pixel 7 কিনতে পারবেন।