সস্তায় লঞ্চ হল HONOR Play 8T, পাবেন 6000mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 19, 2023 | 11:00 AM

HONOR Play 8T Price: ফোনটিতে ডাইমেনসিটি 6080 চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে আপনি যে কোনও কাজ সহজেই করে ফেলতে পারবেন এছাড়া ফোনটিতে 12GB RAM দেওয়া হয়েছে। এতে রয়েছে 8 জিবি ভার্চুয়াল র‍্যাম। এছাড়াও, পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

সস্তায় লঞ্চ হল HONOR Play 8T, পাবেন 6000mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচার

Follow Us

বিগত বেশ অনেক বছর বিরতির পর ভারতে Honor তাদের নতুন নতুন ফোন নিয়ে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হল Honor-এর নতুন স্মার্টফোন Honor Play 8T। যদিও এটি চিনে লঞ্চ হয়েছে, তবে খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। এটি একটি বাজেট স্মার্টফোন, যা Honor Play সিরিজের অধীনে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে একটি 6.8 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এটিতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও ফোনটিতে ডাইমেনসিটি 6080 চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে আপনি যে কোনও কাজ সহজেই করে ফেলতে পারবেন এছাড়া ফোনটিতে 12GB RAM দেওয়া হয়েছে। এতে রয়েছে 8 জিবি ভার্চুয়াল র‍্যাম। এছাড়াও, পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ভারতে এই ফোনের দাম কত হবে?

Honor Play 8T স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, জেড গ্রিন, স্ট্রিমিং সিলভার রঙে বাজারে এসেছে। ফোনটির 8 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1099 ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 12,520 টাকা। আর এর 8GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1299 Yuan অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 14,930 টাকা। চিনে ফোনটির বিক্রি শুরু হয়েছে।

Honor Play 8T-এর স্পেসিফিকেশন:

ফোনটিতে একটি 6.8 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এটিতে 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। প্রসেসর সাপোর্ট হিসেবে ফোনে Dimensity 6080 চিপসেট পেয়ে যাবেন। ফোনটি Android 13 ভিত্তিক MagicOS 7.2-এ কাজ করে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর মেন ক্যামেরা 50MP। এছাড়াও 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। ফোনের সামনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের সামনে একটি পাঞ্চ-হোল ক্যামেরা কাটআউট পাওয়া যায়। ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে একটি 6000mAh ব্যাটারির পাশাপাশি 35W দ্রুত চার্জিং সাপোর্ট করে।

Next Article