Mobile Data: রকেটের গতিতে শেষ হয়ে যাচ্ছে Mobile Data, এখনই ছাড়ুন এসব অভ্যাস

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 09, 2023 | 12:22 PM

Tech Tips: সারাদিন Facebook, WhatsApp কিছুই করেননি, অথচ দিনের শুরুতেই আপনাকে দেখিয়ে দিল আপনার 50 শতাংশ ডেটা শেষ হয়ে গিয়েছে। আপনার বিশেষ কিছু ছোট ছোট ভুলের জন্য, ডেটা ব্যবহার না করেও শেষ হয়ে যায়।

Mobile Data: রকেটের গতিতে শেষ হয়ে যাচ্ছে Mobile Data, এখনই ছাড়ুন এসব অভ্যাস

Follow Us

Mobile Data Tips: আপনার মোবাইলের ডেটা কি খরচ ছাড়াই শেষ হয়ে যায়? আপনি ভাবেন, ফোনে তো কিছুই করলেন না তাহলে খরচ হল কীভাবে? আবার সারাদিন Facebook, WhatsApp কিছুই করেননি, অথচ দিনের শুরুতেই আপনাকে দেখিয়ে দিল আপনার 50 শতাংশ শেষ হয়ে গিয়েছে। কখনও কখনও তো দিনের শুরুতেই শেষ হয়ে যায়। আর তার জন্য টেলিকম কোম্পানিগুলিকে ফোন করে দোষ দিতে থাকেন। তবে এর জন্য আপনার টেলিকম কোম্পানি দায়ী নয়। আপনার বিশেষ কিছু ছোট ছোট ভুলের জন্য, ডেটা ব্যবহার না করেও শেষ হয়ে যায়। আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যা মেনে চললেই আপনি ডেটা শেষ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন।

মোবাইল অটো আপডেট বন্ধ করুন:

মোবাইলের অটো আপডেট অপশনটি অন করে রাখার মানেই হল, ফোনটি আপনার ফোনের ডেটা খরচ করে আপডেট নেবে। তাই এটি এড়াতে, আপনার অটো আপডেট ফিচারটি বন্ধ করা উচিত। যখন ফোনের সঙ্গে Wi-Fi সংযুক্ত থাকবে, তখনই আপনার ফোনটি আপডেট করে নিন।

নেভিগেশন অ্যাপগুলি বন্ধ রাখুন:

আপনি যদি ফোনে গুগল ম্যাপ বা অন্যান্য পরিষেবা ব্যবহার করেন, তবে আপনার মোবাইল ডেটা শীঘ্রই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গুগলসহ ম্যাপ সার্ভিসের নেভিগেশন সার্ভিস ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, যার কারণে ডাটা শীঘ্রই শেষ হয়ে যায়।

গেমিং অ্য়াপও আপনার ডেটা দ্রুত খরচ করে:

গেমিংয়ের কারণে অপ্রয়োজনীয় ডেটা নষ্ট হয়ে যায়। প্রায়শই, অনলাইন গেমিংয়ের সময় বিজ্ঞাপন দেখানো হয়, যা আপনার ডেটা ব্যবহার করে। এমন পরিস্থিতিতে অফলাইন গেম না খেলাই ভাল।

এইচডি ভিডিয়ো দেখলে দ্রুত ডেটা খরচ হয়:

আপনি যদি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে হাই রেজোলিউশনের ভিডিয়ো দেখেন, তাহলে আপনার মোবাইল ডেটা শীঘ্রই শেষ হয়ে যেতে পারে। এমন অবস্থায় ইউটিউবে গান শোনার সময় ভিডিয়োর রেজোলিউশন কমানো উচিত।

ই-কমার্স সাইটগুলির বেশি ব্যবহার করলে:

ই-কমার্স সাইটগুলিও আপনার ফোনের ডেটাকে দ্রুত খরচ করে দেয়। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা বিভিন্ন ই-কমার সাইটে দেখতে থাকেন, মনে করেন আপনি তো তেমন কিছুই করলেন না। তাহলে কেন আপনার ডাটা এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। আপনি জানলে অবাক হবেন ই কমার্স সাইটগুলিও আপনার ফোনের ডাটাকে বেশ দ্রুতই খরচ করে।

Next Article