Infinix GT 10 Pro খুব শীঘ্রই ভারত সহ বিশ্বের অন্যান্য প্রান্তে হাজির হচ্ছে। নির্দিষ্ট করে কোন দিন এই ফোন লঞ্চ হবে, তা জানা না গেলেও ফোনটির একাধিক ফিচার্স লিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ডিভাইসটিতে রয়েছে 7000mAh ব্যাটারি এবং 256GB স্টোরেজ। ফোনের অন্যতম একটি জরুরি বৈশিষ্ট্য হল তার কালার-চেঞ্জিং ব্যাক প্যানেল। রিয়ার প্যানেলে LED লাইটিং দেওয়া হচ্ছে ঠিক যেমনটা Nothing Phone এর ক্ষেত্রে দেখা গিয়েছে। এই লাইটিং আপনি দেখতে পাবেন নোটিফিকেশন থেকে শুরু করে চার্জিং স্টেটাস ইত্যাদির ক্ষেত্রে।
GT 10 Pro ফোনের এই অনন্য ডিজ়াইনের নাম Cyber Mecha দিয়েছে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি। থাকছে একটি দুর্ধর্ষ সাইবার ব্ল্যাক ভ্যারিয়েন্ট, যাতে ব্রাইট অরেঞ্জ হাইলাইটস দেওয়া হচ্ছে। আর একটি মিরাজ সিলভার ভ্যারিয়েন্ট থাকছে, তাতেও একটি কালার চেঞ্জিং ব্যাক প্যানেল থাকছে। একাধিক লিক থেকে জানা গিয়েছে, আগামী দুই মাসের মধ্যেই ফোনটি লঞ্চ হয়ে যাবে।
বিশ্বের সমস্ত প্রান্তে GT 10 Pro ফোনটি অগস্ট নাগাদ লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে Infinix। তবে ভারতে খুব সম্ভবত অগস্টে লঞ্চ করবে না ফোনটি। ভারতীয়দের এই ফোন হাতে পেতে আরও হয়তো দুই মাস অপেক্ষা করতে হবে। অন্য দিকে এই ফোনের প্লাস মডেল অর্থাৎ Infinix GT 10 Pro+ ফোনটি ভারতে লঞ্চ না-ও হতে পারে।
Infinix GT 10 Pro ফোনে 16GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ থাকছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 চিপসেটের সাহায্যে। এই ফোনের আর একটি জরুরি ফিচার হল তার 7,000mAh ব্যাটারি, যা 160W বা 260W ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।
দুর্ধর্ষ একটি 120Hz AMOLED ডিসপ্লে দেওয়া হচ্ছে ফোনটিতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে থাকছে একটি 108MP ক্যামেরা এবং দুটি 8MP ক্যামেরা সেন্সর।