Infinix Hot 12 Play: ৮৪৯৯ টাকায় ফের ভারতে নতুন Budget Smartphone লঞ্চ করল Infinix, দেখে নিন বিভিন্ন ফিচার-স্পেসিফিকেশন

Infinix Hot 12 Play স্মার্টফোনে রয়েছে একটি dual rear camera সেটআপ। এর সঙ্গে একটি quad-LED flash-ও রয়েছে এই ফোনে। এখানকার ক্যামেরা সেটআপে রয়েছে একটি 13 MP প্রাইমারি সেনসর। এছাড়াও রয়েছে একটি Depth Sensor।

Infinix Hot 12 Play: ৮৪৯৯ টাকায় ফের ভারতে নতুন Budget Smartphone লঞ্চ করল Infinix, দেখে নিন বিভিন্ন ফিচার-স্পেসিফিকেশন
ভারতে এল ইনফিনিক্সের নতুন বাজেট ফোন।
Follow Us:
| Updated on: May 23, 2022 | 11:18 PM

ভারতে লঞ্চ হল Infinix Hot 12 Play স্মার্টফোন। এটি একটি Budget Smartphone। জানা গিয়েছে, Infinix Hot 12 Play ফোনটি আসলে Infinix Hot 11 Play ফোনের সাকসেসর মডেল। গত বছর নভেম্বর মাসে Infinix Hot 11 Play- এই ফোন লঞ্চ হয়েছিল। সম্প্রতি Infinix Hot 12 Play ফোন ভারতে 4 GB RAM এবং 64 GB Storage নিয়ে লঞ্চ হয়েছে। এই মডেলের দাম ৮৪৯৯ টাকা। Champagne Gold, Daylight Green, Horizon Blue, Racing Black- এই চারটি রঙে দেশে লঞ্চ হয়েছে Infinix Hot 12 Play স্মার্টফোন। আগামী ৩০ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে E-Commerce সংস্থা Flipkart-এর মাধ্যমে। আপাতত প্রাথমিক স্তরে Infinix Hot 12 Play ফোনের দাম ৮৪৯৯ টাকা ধার্য করা হয়েছে। কতদিন এই ফোনের দাম এটাই বজায় থাকবে, তা স্পষ্টভাবে জানা যায়নি।

Infinix Hot 12 Play ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচারগুলো দেখে নিন একনজরে

  • Infinix Hot 12 Play Budget Smartphone-এ রয়েছে  Android 12 সাপোর্ট।
  • এই ফোনে একটি ৬.৮২ ইঞ্চির Full HD+ Display রয়েছে। এই Display-এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • Infinix Hot 12 Play ফোনে একটি octa-core UniSoc T610 SoC রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে 4 GB RAM। ফোনের অব্যবহৃত স্টোরেজের সাহায্যে এই ফোনের RAM-এর পরিমাণ আরও 3 GB পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • Infinix Hot 12 Play স্মার্টফোনে রয়েছে একটি dual rear camera সেটআপ। এর সঙ্গে একটি quad-LED flash-ও রয়েছে এই ফোনে। এখানকার ক্যামেরা সেটআপে রয়েছে একটি 13 MP প্রাইমারি সেনসর। এছাড়াও রয়েছে একটি Depth Sensor।
  • এই ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে 8 MP ফ্রন্ট ক্যামেরা সেনসর। তার সঙ্গে রয়েছে dual-LED flash।
  • Infinix Hot 12 Play ফোনের Internal Storage-এর পরিমাণ 64 GB। তবে এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 256 GB পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • Connectivity options হিসেবে এই Budget Smartphone-এ রয়েছে 4G LTE, WCDMA, GSM, Wi-Fi 02.11 a/b/g/n, Bluetooth v5, GPS/ A-GPS।
  • এছাড়াও Infinix Hot 12 ফোনে একটি 6,000mAh ব্যাটারি রয়েছে। এর সঙ্গে থাকছে 10W standard charging support। ফোনের ওজন ২০৯ গ্রাম।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Infinix Note 12 সিরিজের দুটো স্মার্টফোন। একটি হল Infinix Note 12 এবং অন্যটি Infinix Note 12 Turbo। এই দুই স্মার্টফোনেই রয়েছে 5,000mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে 33W fast charging সাপোর্ট। Infinix Note 12 সিরিজের এই দুই ফোনে ৬.৭ ইঞ্চির HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও Android-based X OS 10.6-এর সাহায্যে পরিচালিত হবে এই দুই ফোন। অন্যদিকে Infinix Note 12 ফোনে রয়েছে একটি MediaTek Helio G88 প্রসেসর। আর Infinix Note 12 Turbo ফোনে রয়েছে একটি MediaTek Helio G96 প্রসেসর।