Infinix Hot 20 5G লঞ্চ হল মাত্র 11,999 টাকায়, 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি
Infinix Hot 20 5G ভারতে একটিই মাত্র ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। সেই 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম ভারতে 11,999 টাকায়। ফোনের সম্পূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন।
Infinix Hot 20 5G Launched: স্মার্টফোন ব্র্যান্ড Infinix তাদের নতুন Hot 20 5G ফোনটি ভারতের বাজারে নিয়ে হাজির হল। Infinix Hot 20 5G বাজেট স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর, 50MP প্রাইমারি ক্যামেরা এবং অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি। এই লেটেস্ট হ্যান্ডসেটের দাম ও ফিচার সংক্রান্ত যাবতীয় তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Infinix Hot 20 5G: ভারতে দাম ও উপলব্ধতা
Infinix Hot 20 5G ভারতে একটিই মাত্র ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। সেই 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম ভারতে 11,999 টাকায়। তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে এই স্মার্টফোনের: ব্লাস্টার গ্রিন, রেসিং ব্ল্যাক এবং স্পেস ব্লু। 9 ডিসেম্বর থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Infinix Hot 20 5G: স্পেসিফিকেশন, ফিচার
Infinix Hot 20 5G ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ড্রপ-নচ ডিসপ্লে, যা ফুল HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। LCD প্যানেল রয়েছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 180Hz। ফোনের স্ক্রিনে পান্ডা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে।
ফোনের পিছনে রয়েছে একটি 50MP প্রাইমারি সেন্সর এবং একটি অক্সিলারি লেন্স। মেইন ক্যামেরাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট করে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের নতুন Infinix ফোনে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। ফ্রন্ট এবং রিয়ার দুই ক্যামেরা সেটআপেই রয়েছে LED ফ্ল্যাশ।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসরের সাহায্যে। 6nm অক্টা-কোর চিপসেট AnTuTu বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে 396798 পয়েন্ট স্কোর করেছে। এছাড়া এই স্মার্টফোনে রয়েছে অত্যন্ত শক্তিশালী 5,000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এই স্মার্টফোনে রয়েছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেসিয়াল আনলক সাপোর্ট- এগুলির সবই বায়োমেট্রিক অথেন্টিকেশন হিসেবে কাজে লাগবে।