কম দামি Infinix Note 12i ভারতে আসছে 25 জানুয়ারি, ফিচার ও স্পেকস কেমন হতে পারে?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 23, 2023 | 5:35 PM

Infinix Note 12i (2022) চালিত হবে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে থাকতে পারে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক XOS 12। আর কী ফিচার থাকছে এই ফোনে, জেনে নিন।

কম দামি Infinix Note 12i ভারতে আসছে 25 জানুয়ারি, ফিচার ও স্পেকস কেমন হতে পারে?
ফের নতুন ফোন নিয়ে আসরে Infinix।

Follow Us

Infinix ভারতে আরও একটি নতুন হ্যান্ডসেট নিয়ে আসতে চলেছে, যার নাম Infinix Note 12i (2022)। 25 জানুয়ারি সেই ফোনটি ভারতে লঞ্চ করা হবে। Flipkart-এ ফোনের একটি অফিসিয়াল ল্যান্ডিং পেজ তৈরি করে এই ঘোষণা করেছে ইনফিনিক্স। সেখান থেকেই Note 12i ফোনের একাধিক ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাহায্যে। হ্যান্ডসেটটি ইতিমধ্যেই কেনিয়া এবং ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে।

My Smart Price সর্বপ্রথম ফ্লিপকার্টে Infinix Note 12i (2022) ফোনের ল্যান্ডিং পেজটি লক্ষ্য করে। অফিসিয়ালি কোম্পানির তরফে এই ডিভাইস সম্পর্কে কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, এই ফোনে 4GB পর্যন্ত RAM থাকবে। তবে তা স্টোরেজ থেকে অতিরিক্ত 3GB নিয়ে বাড়ানো যাবে। প্রোমোশনাল ইমেজে দেখা গিয়েছে, ফোনের নীল এবং সাদা রং। ফোনটির থিকনেস 7.88mm। তবে ফোনটির অন্য আর কোনও রং থাকবে কি না, সে বিষয়ে জানা যায়নি।

Infinix 12i (2022): সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

পারফরম্যান্সের দিক থেকে এই Infinix Note 12i (2022) চালিত হবে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে থাকতে পারে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক XOS 12। যেমনটা আমরা আগেই জানালাম, 4GB পর্যন্ত RAM থাকতে পারে এই ফোনের। 6.7 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হচ্ছে এই হ্যান্ডসেটে, যার রিফ্রেশ রেট 60Hz। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1000 নিটস।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে Infinix Note 12i (2022) ফোনে থাকছে 50MP প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি হিসেবে থাকছে একটি 2MP ডেপথ সেন্সর এবং আর একটি QVGA AI লেন্স। এছাড়া LED ফ্ল্যাশও থাকছে। তবে এই ফোনে সেলফি ক্যামেরার জন্য কত মেগাপিক্সেল সেন্সর ব্যবহৃত হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ফোনের দাম যে কম হবে, সে ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। তবে, কত কম দাম, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য জানা যায়নি।

Next Article