iPhone 11 Discount: সবথেকে জনপ্রিয় iPhone-এ বিরাট অফার! মাত্র 23,490 টাকায় কেনার সুযোগ, শুধুমাত্র ফ্লিপকার্টে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 07, 2022 | 1:39 PM

Flipkart Offer On iPhone 11: ফ্লিপকার্টে এই মুহূর্তে ডিসকাউন্টের পরে Apple iPhone 11-র দাম 40,999 টাকা। এই দাম ধার্য করা হয়েছে ফোনের বেস 64GB মডেলের জন্য। 2019 সালে iPhone 11 লঞ্চ হয়েছিল ভারতে। সে সময় ফোনটির দামই শুরু হচ্ছিল 64,900 টাকায়।

iPhone 11 Discount: সবথেকে জনপ্রিয় iPhone-এ বিরাট অফার! মাত্র 23,490 টাকায় কেনার সুযোগ, শুধুমাত্র ফ্লিপকার্টে
জলের দরে iPhone 11 বললেও কিছু ভুল বলা হবে না!!

Follow Us

iPhone 11 Flipkart Offer: iPhone 11 এখনও Apple এর সবথেকে জনপ্রিয় হ্যান্ডসেট। 2020 সালে কুপার্টিনোর টেক জায়ান্টটি বিশ্বব্যাপী সবথেকে বেশি বিক্রি করেছিল এই iPhone 11। এই সিরিজ়ের ভ্যানিলা মডেল ছিল এই একটিই iPhone 11। অন্যান্য আর যে দুটি মডেল রয়েছে সেই iPhone 11 Pro এবং iPhone 11 Pro Max এর জনপ্রিয়তাও কম নয়। এখন বাজারে iPhone 12, iPhone 13, এমনকি সদ্য iPhone 14 সিরিজ়ও হাজির হয়েছে। তবে iPhone 11 এখনও পর্যন্ত তার জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপলের সবথেকে সস্তার ফোন ছিল এই iPhone 11। তবে কোম্পানি iPhone 14 Series নিয়ে আসার পর iPhone 11-র প্রোডাকশনই বন্ধ করে দেয়। তবে এখনও একাধিক ই-কমার্স প্ল্যাটফর্ম ফোনটি বিক্রয় করছে এবং বেশ কম দামেই বিক্রি হচ্ছে এক সময়ের জনপ্রিয় এই আইফোন মডেল।

চলতি বছরে অ্যামাজ়ন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ় সেলেও Apple iPhone 11 ব্যাপক হারে বিক্রি হয়েছে একাধিক আকর্ষণীয় অফার থাকার ফলে। তবে এই সেলগুলি এখন শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও ফ্লিপকার্ট থেকে অফার মিলছে। এতটাই কম দামে আপনি এখন iPhone 11 পেয়ে যাবেন, বিশ্বাস করতে পারবেন না!

ফ্লিপকার্টে এই মুহূর্তে ডিসকাউন্টের পরে Apple iPhone 11-র দাম 40,999 টাকা। এই দাম ধার্য করা হয়েছে ফোনের বেস 64GB মডেলের জন্য। 2019 সালে iPhone 11 লঞ্চ হয়েছিল ভারতে। সে সময় ফোনটির দামই শুরু হচ্ছিল 64,900 টাকায়। তার পরে বছর তিনেক এই একই দাম ছিল। পরবর্তী এই ফোনের দাম এক পয়সাও কমেনি। এখন ফ্লিপকার্ট আপনার কাছে অফারে ফোনটি ঠিক এতটাই কম দামে তুলে দিতে পারে।

ফ্লিপকার্টে অফারে 64,900 টাকা থেকে সরাসরি 40,999 টাকায় পেয়ে যাবেন Apple iPhone 11। আপনি চাইলে তারপরেও ছাড় পেতে পারেন। আপনার পুরনো ফোনটি যদি এক্সচেঞ্জ করাতে চান এবং নিজেকে iPhone 11-এ আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে আরও 17,500 টাকা ছাড় পেয়ে যাবেন। তার ফলেই এই ফোনটি আপনি মাত্র 23,490 টাকায় ক্রয় করতে পারবেন। তবে যে ফোনটি এক্সচেঞ্জ করাবেন, তার পরিস্থিতি অত্যন্ত ভাল হতে পারে। এর পাশাপাশি ফ্লিপকার্ট অতিরিক্ত আরও 5% ছাড় দেবেন, সেই সব কাস্টমারদের জন্য যাঁরা ফ্লিপকার্ট অ্যাক্সি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি ক্রয় করবেন।

iPhone 11: ফিচার ও স্পেসিফিকেশন

1) Apple iPhone 11-তে রয়েছে 6.1 ইঞ্চির লিকুইড রেটিনা HD ডিসপ্লে।

2) পারফরম্যান্সের জন্য রয়েছে A13 বায়োনিক চিপসেট।

3) ফোনের সামনে রয়েছে একটি 12MP সেলফি শুটার।

4) iPhone 11-র পিছনে ডুয়াল 12MP সেন্সর দেওয়া হয়েছে।

এদিকে iPhone 11 সিরিজ়ের পাশাপাশি Apple Watch Series 3 এর প্রোডাকশনও বন্ধ করা হয়েছে। Apple Watch Series 8 এবং Apple Watch SE লঞ্চ করার পরেই পুরনো এই স্মার্টওয়াচ সিরিজ় ম্যানুফ্যাকচার করা বন্ধ করে কুপার্টিনোর টেক জায়ান্ট।