iPhone 15 সিরিজ লঞ্চ হতেই রাতারাতি সস্তা হয়ে গেল iPhone 14, 10,000 টাকার ছাড়

iPhone 14 And iPhone Plus Price: Apple তার ইভেন্টে 12 সেপ্টেম্বর চারটি নতুন আইফোন লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। 12 সেপ্টেম্বর আয়োজিত Apple Wonderlust ইভেন্টে অ্যাপল এই সমস্ত আইফোন এনেছে। নতুন আইফোনে অনেক পরিবর্তন আনা হয়েছে।

iPhone 15 সিরিজ লঞ্চ হতেই রাতারাতি সস্তা হয়ে গেল iPhone 14, 10,000 টাকার ছাড়
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 2:30 PM

iPhone 15 সিরিজ লঞ্চে হওয়ার সঙ্গে সঙ্গে, iPhone 14 এবং iPhone 14 plus-এর দাম কমানো হয়েছে। এতটাই দাম কমেছে, যা এর আগে কখনও এতটা কমেনি। Apple তার ইভেন্টে 12 সেপ্টেম্বর চারটি নতুন আইফোন লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। 12 সেপ্টেম্বর আয়োজিত Apple Wonderlust ইভেন্টে অ্যাপল এই এক গুচ্ছ আইফোন এনেছে। নতুন আইফোনে অনেক পরিবর্তন আনা হয়েছে। এবার সব আইফোনেই ডাইনামিক আইল্যান্ড ফিচার দেওয়া হয়েছে। এছাড়া ডিফল্ট প্রাইমারি ক্যামেরা এবার 48 মেগাপিক্সেল। আপনি যদি অনেক কম দামে iPhone 14 এবং iPhone Plus কিনতে চান, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। চলুন জেনে নেওয়া যাক iPhone 14 এবং iPhone Plus-এ কী-কী অফার পাবেন।

iPhone 14 এবং iPhone Plus-এর নতুন দাম:

Apple গত বছর অর্থাৎ 2022-এর সেপ্টেম্বরে iPhone 14 এবং iPhone Plus লঞ্চ করেছিল। তাদের দাম ছিল যথাক্রমে 79,900 টাকা এবং 89,900 টাকা। এখন অ্যাপল এই দুটি ফোনের দামই 10,000 টাকা কমিয়েছে। অর্থাৎ আপনি 10 হাজার টাকা কমে কিনে ফেলতে পারবেন। আপনি ফ্লিপকার্ট থেকেও কিনতে পারবেন।

iPhone 14 অ্যাপলের সাইটে 69,900 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এর 256 জিবি মডেলটি 79,900 টাকা দামে এবং 512 জিবি 99,900 টাকা দামে কিনতে পারবেন। iPhone 14 Plus 128 GB-এর দাম এখন 79,990 টাকা, 256 GB-এর দাম 89,990 টাকা এবং 512 GB-এর দাম 1,09,990 টাকা। এছাড়াও আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করেন, তবে 8,000 টাকার ক্যাশব্যাক পাবেন।

ফোনে বিশেষ কী রয়েছে?

iPhone 14-এ একটি 6.1-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার সুপার রেটিনা XDR। ডিসপ্লের উজ্জ্বলতা 1200 নিট এবং এটি HDR সাপোর্ট করে। ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz, যদিও প্রো মডেলটির 120Hz রিফ্রেশ রেট রয়েছে। এটিতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার উভয় লেন্স 12 মেগাপিক্সেলের। সেলফির জন্য একটি 12 মেগাপিক্সেল ক্যামেরাও রয়েছে।