iPhone 14 পেয়ে যাবেন মাত্র 2,865 টাকায়, কোথায় হচ্ছে এই অফারের বন্যা?
iPhone 14 Price: ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে iPhone 14 সিরিজের স্মার্টফোনে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। যেখান থেকে আপনি সস্তায় iPhone 14 স্মার্টফোন কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক আপনি এতে কী কী ছাড় পাবেন।
Apple চলতি বছরের 12 সেপ্টেম্বর তার iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজ বাজারে আসার পর থেকেই বাকি সিরিজগুলোর দাম অনেক কমেছে। তাতে প্রচুর পরিমাণে ছাড় দেওয়া হচ্ছ। তাই আপনি যদি একটি আইফোন কিনতে চান, তবে আপনার কাছে একটি দুর্দান্ত অফার রয়েছে। কারণ ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে iPhone 14 সিরিজের স্মার্টফোনে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। যেখান থেকে আপনি সস্তায় iPhone 14 স্মার্টফোন কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক আপনি এতে কী কী ছাড় পাবেন।
flipkart-এ ডিসকাউন্ট অফার:
আপনি যদি Flipkart থেকে iPhone 14 স্মার্টফোন কেনেন, তাহলে 68,999 টাকার ফোনে সর্বাধিক 61,000 টাকার এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন। এছাড়াও আপনি ICICI এবং Kotak Bank কার্ড ব্যবহার করে ফোনে 1250 টাকা ছাড় পাবেন। ফোনটি প্রতি মাসে 2,865 টাকার ইএমআই-তেও কিনতে পারেন।
Amazon ডিসকাউন্ট অফার:
আপনি 60,450 টাকার এক্সচেঞ্জ অফারে Amazon থেকে Apple iPhone 14 কিনতে পারবেন। এর 128 জিবি মডেলের দাম 67,499 টাকা। SBI ব্যাঙ্কের অফারে ফোনটি 1000 টাকা ছাড়ে কেনা যাবে। এছাড়াও, ফোনটি 3,241 টাকার মাসিক ইএমআই-তেও কিনে নিতে পারবেন।
স্পেসিফিকেশন ও ফিচার:
Apple iPhone 14-এ রয়েছে একটি 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে। ফোনটিতে রয়েছে দুর্দান্ত ক্যামেরা সিস্টেম। ফোনটিতে A15 Bionic চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রধান ক্যামেরাটি 12MP। এছাড়া সেকেন্ডারি ক্যামেরাও 12MP। যেখানে সামনে একটি 12MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।