iPhone 14 Plus এখন মাত্র 24,599 টাকায়, ফ্লিপকার্টে 40,400 টাকার ছাড়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 27, 2023 | 12:56 PM

Flipkart প্রাথমিক ভাবে এই iPhone 14 Plus ফোনের উপরে 14,901 টাকার ছাড় দিচ্ছে। তার ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে 64,999 টাকা। আবার আপনার কাছে যদি কোটাক ব্যাঙ্ক, এসবিআই এবং আরবিএল ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন 1250 টাকার অতিরিক্ত ছাড়। সেক্ষেত্রে Apple iPhone 14 Plus-এর দাম হয়ে যাচ্ছে 63,749 টাকা।

iPhone 14 Plus এখন মাত্র 24,599 টাকায়, ফ্লিপকার্টে 40,400 টাকার ছাড়
ব্যাপক ছাড়ে iPhone 14 Plus।

Follow Us

মাস খানেক আগে Apple iPhone 15 সিরিজ় লঞ্চ হয়েছে বিশ্বজুড়ে। তারপর থেকেই পূর্ববর্তী iPhone মডেলগুলির দাম অনেকটাই কমেছে। তার উপরে আবার রয়েছে ই-কমার্স প্ল্যাটফর্মগুলির অফার। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে, iPhone 15 Plus লঞ্চের পর থেকেই বেশি জনপ্রিয়তা পেয়েছে iPhone 14 Plus। এই প্রথম বার হয়তো নতুন মডেল লঞ্চের পর পুরনো মডেলের কদর এতটা বেড়েছে। তার সবথেকে বেশি প্রমাণ মিলেছে ফ্লিপকার্ট সেলে। এক্কেবারে মুড়ি-মুড়কির মতোই বিক্রি হয়েছে iPhone 14 Plus। মোট পাঁচটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের – ব্লু, পার্পল, মিডনাইট, স্টারলাইট এবং রেড।

iPhone 14 Plus-এর গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে তার বড় 6.7 ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে। গত বছর এই ফোনটি যখন লঞ্চ করা হয়েছিল, তখন তার দাম ছিল 89,900 টাকা। এখন iPhone 15 Plus লঞ্চ হওয়ার পর পূর্ববর্তী প্রজন্মের ফোনের দাম এক ধাক্কায় 10,000 টাকা কমিয়ে দেয় Apple। অর্থাৎ আপনি যদি এখন iPhone 14 Plus ক্রয় করতে যান, তাহলে আপনাকে 79,900 টাকা খরচ করতে হবে। শুধু তাই-ই নয়। এই মুহূর্তে Flipkart-এ আরও অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে iPhone 14 Plus-এর উপরে। সরাসরি 40,400 টাকা ছাড়ের পরে এই ফোন আপনি পেয়ে যাবেন মাত্র 24,599 টাকায়।

এই বিপুল টাকার ছাড় কীভাবে পাওয়া যাবে? Flipkart প্রাথমিক ভাবে এই iPhone 14 Plus ফোনের উপরে 14,901 টাকার ছাড় দিচ্ছে। তার ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে 64,999 টাকা। আবার আপনার কাছে যদি কোটাক ব্যাঙ্ক, এসবিআই এবং আরবিএল ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন 1250 টাকার অতিরিক্ত ছাড়। সেক্ষেত্রে Apple iPhone 14 Plus-এর দাম হয়ে যাচ্ছে 63,749 টাকা।

এখন সবথেকে বড় অফার আপনি পেয়ে যেতে পারেন, যদি আপনার পুরনো ফোনটা বদলে নিজেকে iPhone 14 Plus-এ আপগ্রেড করিয়ে নিতে চান। পুরনো ফোন বদলেই আপনি পেয়ে যেতে পারেন আরও অতিরিক্ত 39,150 টাকা ছাড়। এখন এই সব অফার একত্রে আপনি পেয়ে যাচ্ছেন 44,400 টাকার ছাড়। ফলে, iPhone 14 Plus বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 24,599 টাকায়।

ফিচার্সের দিক থেকে Apple iPhone 14 Plus-এ রয়েছে অত্যাধুনিক A15 Bionic চিপসেট। রয়েছে চমৎকার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 12MP ক্যামেরা এবং একটি আলট্রা ওয়াইড সেন্সর। এক চার্জে এই ফোমটি 26 ঘণ্টার ব্যাকআপ দিতে পারে, সংস্থার তরফ থেকে ঠিক এমনটাই দাবি করা হয়েছে।

Next Article