এখন আর iPhone 13 কিনতে যাবেন না, কারণ iPhone 14-র দাম আরও কম হবে

iPhone 14 Price In India: নতুন আইফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে iPhone 13 কিনতে যাবেন না। কারণ, তার থেকেও কম দামে ভারতে লঞ্চ করা হবে iPhone 14।

এখন আর iPhone 13 কিনতে যাবেন না, কারণ iPhone 14-র দাম আরও কম হবে
iPhone 14-র দাম iPhone 13-র থেকে অনেকটাই কম হবে।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2022 | 4:51 PM

iPhone 14 Price vs iPhone 13 Price: সামনের সপ্তাহে অ্যাপল তার iPhone 14 সিরিজ় লঞ্চ করতে চলেছে। আর সেই দীর্ঘ প্রতীক্ষিত iPhone 14 সিরিজ়ের লঞ্চ নিয়ে ভক্তদের উন্মাদনা কয়েক গুণ বেড়ে যাওয়ার আরও একটি কারণ জানা গেল এবার। মার্কেট ইন্টেলিজেন্স কোম্পানি ট্রেন্ডফোর্স জানিয়েছে, যতটা মনে করা হচ্ছিল, তার থেকে অনেকটাই কম দাম হতে চলেছে iPhone 14 সিরিজ়ের ফোনগুলির। এমনকি রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে যে, iPhone 14 বেস মডেলটির দাম iPhone 13-র থেকেও কম হতে চলেছে।

iPhone 14-র থেকে iPhone 13 কেন সস্তা হবে

অ্যাপলের এই আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজ়ে থাকছে iPhone 14, 14 Max, 14 Pro এবং 14 Pro Max এই চারটি ফোন। রিপোর্ট থেকে জানা গিয়েছে, iPhone 14 (128GB)-র দাম হতে চলেছে 750 মার্কিন ডলার বা 59,600 টাকায়। এদিকে iPhone 13 (128GB) যখন লঞ্চ হয়েছিল, তখন তার দাম ছিল 799 মার্কিন ডলার বা 63,600 টাকা। রিপোর্ট থেকে জানা গিয়েছে, iPhone 14 Max-এর দাম iPhone 14-র থেকে অন্তত 100 মার্কিন ডলার বেশি হতে চলেছে। তবে এর আগে যেমনটা অনুমান করা হচ্ছিল, তার থেকে অন্তত 50 মার্কিন ডলার কম হতে চলেছে iPhone 14 Max-এর দাম।

রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, iPhone 14 সিরিজ়ে কোনও মিনি মডেল থাকছে না। তার বদলে থাকছে আর একটু বড় স্ক্রিনেক Max ভ্যারিয়েন্ট। এত দিন পর্যন্ত প্রতিটি iPhone সিরিজ়ের সবথেকে কম দামি মডেল হল Mini ফোনগুলি। এখন সেই Mini-র জায়গাটাই দখল করে নিতে চলেছে রেগুলার iPhone 14। অর্থাৎ অন্যান্য সিরিজ়ে Mini-র যা দাম হত, iPhone 14-র দামও সেরকমই হতে চলেছে।

iPhone 14 Pro ও iPhone 14 Pro Max: দাম (সম্ভাব্য)

এক মার্কেট অ্যানালিস্ট দাবি করেছেন, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max-এর দাম হতে চলেছে যথাক্রমে 1,050 মার্কিন ডলার (83,500 টাকা) এবং 1,150 মার্কিন ডলার (91,400 টাকা)।

এখন এই মার্কেট অ্যানালিস্টের রিপোর্টটাই যদি ঠিক হয়, তাহলে iPhone 14 Pro ও iPhone 14 Pro Max ফোন দুটির দাম iPhone 13 Pro ও 13 Pro Max-এর থেকে 50 মার্কিন ডলার বেশি হবে। এখন এই সব দামই জল্পনার পর্যায়ে রয়েছে। 7 সেপ্টেম্বর অ্যাপলের বড় ইভেন্ট থেকেই যাবতীয় জল্পনার অবসান হবে।