Apple সম্প্রতি তার নতুন iPhone 15 সিরিজ়ের ফোনগুলি লঞ্চ করেছে বিশ্ব দরবারে। এই লাইনআপে রয়েছে মোট চারটি ফোন- iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। এদের মধ্যে সবথেকে কম দামি ফোনটি হল iPhone 15 এবং বেশি দামি অতি অবশ্যই iPhone 15 Pro Max। iPhone 15 এবং iPhone 15 Plus এই দুটি ফোনেই রয়েছে A16 বায়োনিক চিপসেট, যা এর আগে iPhone 14 Pro মডেলগুলিতে দেওয়া হয়েছিল। অন্য দিকে iPhone 15 Pro মডেলগুলিতে রয়েছে A17 Pro চিপসেট, যা TSMC-এর 3nm আর্কিটেকচারের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে।
নতুন iPhoneগুলির শিপিংও শুরু করে দিয়েছে Apple। কিন্তু কিছু ব্যবহারকারী লেটেস্ট iPhone সম্পর্কে বেশ কিছু অভিযোগও করেছেন। তাঁদের মধ্যে কমন অভিযোগ হল, ওভারহিটিং সমস্যা। অর্থাৎ সামান্য চার্জেই গরম হয়ে যাচ্ছে iPhone 15 Series-এর ফোনগুলি। এই সিরিজ়ের Pro মডেলগুলির ক্ষেত্রেই এই অভিযোগটি উঠেছে। মিডিয়াম ডট কমের একটি রিপোর্ট অনুযায়ী, Apple অ্যানালিস্ট মিং চি কুও দাবি করেছে, iPhone 15 Pro মডেলগুলির এই ওভারহিটিং সমস্যার জন্য A17 প্রো চিপের যে TSMC 3nm আর্কিটেকচার দায়ী নয়। তাহলে কী কারণে এই ফোনগুলি গরম হয়ে যাচ্ছে?
সামান্য ব্যবহারেই iPhone 15 Pro মডেলগুলি এত গরম হচ্ছে কেন?
iPhone 15 Pro মডেলগুলির ওভারহিটিংয়ের সমস্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অ্যানালিস্ট মিং চি কুও বলছেন, “থার্মাল সিস্টেম ডিজ়াইনে আপস” করার কারণেই এমটা হচ্ছে। কিন্তু থার্মাল সিস্টেম ডিজ়াইনেই বা কেন আপস করা হল? এ বিষয়ে ওই অ্যানালিস্টের বক্তব্য, iPhone 15 Pro মডেলগুলির ওজন হ্রাস করার জন্যই এমনটা করা হয়েছে। কুও আরও দাবি করেছেন, তাপ নিঃসরণের জায়গা কমানো এবং টাইটানিয়াম ফ্রেম এই দুই কারণে নেতিবাচক ভাবে ডিভাইসের তাপ দক্ষতা প্রভাবিত হয়েছে।
ব্যবহারকারীদের তা কীভাবে প্রভাবিত করছে?
iPhone 15 Pro মডেলের ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, টাচ করলেই ফোনগুলি গরম হয়ে যাচ্ছে। কিছু পরীক্ষা করে আবার দেখা গিয়েছে, ফোন যখনই গরম হয়ে যাচ্ছে, তখনই প্রসেসরটিও থ্রটল করে যাচ্ছে। এক্ষেত্রে মনে রাখা জরুরি, এই টেস্টগুলি করা হয়েছিল নতুন আইফোনের বেঞ্চমার্কিংয়ের জন্য। অর্থাৎ নতুন আইফোন যে গরম হচ্ছে, তা মার্কেটে নিয়ে আসার আগেই লক্ষ্য করেছিল অ্যাপল এবং পরীক্ষাতেই তা বোঝা গিয়েছিল। এখান থেকে একটা বিষয় ধরে নেওয়া যেতে পারে যে, iPhone 15 Pro মডেলগুলির এভাবে গরম হয়ে যাওয়া দৈনিক ব্যবহারের ক্ষেত্রে মোটেই ক্ষতিকারক নয়। যদিও রেসিডেন্ট ইভিল ভিলেজ এবং ডেথ স্ট্র্যান্ডিংয়ের মতো কনসোল-কোয়ালিটি গেমগুলি iPhone 15 Pro মডেল থেকে খেললে তার কী প্রভাব পড়তে পারে, তা এখনও পরখ করে দেখা হয়নি।
Apple কীভাবে এই সমস্যার সমাধান করতে পারে
মনে করা হচ্ছে, এই ওভারহিটিং বা থার্মাল সমস্যার সমাধান পরবর্তী সফটওয়্যার আপডেটের মাধ্যমে করতে পারে Apple। তবে আইফোন প্রস্তুতকারক সংস্থা যদি প্রসেসরের পারফরম্যান্স রেস্ট্রিক্ট করতে না পারে, তাহলে এই সমস্যার সমাধান খুঁজে পাওয়া খুবই মুশকিল। এ বিষয়ে কুও বলছেন, “Appleও এই সমস্যার সমাধান করতে পারেনি।”