Apple-ভক্তদের অপেক্ষার বাঁধ ভাঙতে চলেছে। শীঘ্রই ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে লঞ্চ করতে চলেছে iPhone 15 সিরিজ়। ব্লুমবার্গের মার্ক গুর্ম্যান জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষিত Apple iPhone 15 সিরিজ় বিভিন্ন মার্কেটে আসতে পারে 12 সেপ্টেম্বর বা 13 সেপ্টেম্বর। গুর্ম্যানের এই খবর যদি সত্যি হয় তাহলে 15 সেপ্টেম্বর থেকে নতুন প্রজন্মের iPhone সিরিজ়ের প্রি-অর্ডার শুরু হয়ে যাবে। তারপর কাস্টমারদের হাতে আইফোন 15 সিরিজ়ের ফোনগুলি চলে আসবে 22 সেপ্টেম্বর থেকে।
এদিকে গত সপ্তাহে 9to5Mac এর একটি রিপোর্টে ঠিক এই শিডিউলেরই ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছে বিভিন্ন ক্যারিয়ার পার্টনারদের ইতিমধ্যেই তাদের কর্মচারীদের 13 সেপ্টেম্বর বুধবার থেকে ছুটি নিতে নিষেধ করা হয়েছে। সেই দিনই স্মার্টফোনটি ঘোষণা করা হবে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Apple বরাবরই তার বিশেষ কোনও ইভেন্টের এক সপ্তাহ আগে মিডিয়া ইনভাইট পাঠিয়ে দেয়। মনে করা হচ্ছে, সেপ্টেম্বরে Apple iPhone 15 সিরিজ়ের পাশাপাশি Apple Watch Series 9 এবং Apple Watch Ultra 2 লঞ্চ করা হতে পারে। এছাড়া অ্যাপলের এক্কেবারে সাম্প্রতিকতম অপারেটিং সিস্টেম iOS 17 এর আপডেটও ঘোষণা করা হতে পারে। এই সব কিছু মিলিয়েই অ্যাপল-ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে।
Apple এর আসন্ন iPhone 15 এবং iPhone 15 Plus এই দুই ফোনেই থাকছে স্ট্যাকড্ CMOS ইমেজ সেন্সর। তবে প্রো মডেলগুলিতে এই ফিচার থাকবে না। এই অত্যাধুনিক প্রযুক্তি দুটি ফোনেরই ক্যামেরা পারফরম্যান্স আরও চমৎকার করবে। যদিও এ বিষয়ে অ্যাপলের তরফ থেকে অফিসিয়াল কোনও তথ্য পাওয়া যায়নি।
এদিকে আবার জনপ্রিয় অ্যাপল টিপস্টার মিং-চি কুও একটি পোস্টে iPhone 16 Pro মডেলের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানিয়েছেন। তিনি দাবি করেছেন, 2024 সালের দ্বিতীয়ার্ধ্বে লঞ্চ করতে পারে এই সিরিজ়ের ফোনগুলি। তাঁর দাবি, iPhone 16 সিরিজ়ের প্রো মডেলগুলিতে এই স্ট্যাকড্ CMOS ইমেজ সেন্সর থাকবে। এখন অ্যাপল যদি সত্যিই এই ক্যামেরা ফিচারগুলি নিয়ে আসে, তাহলে তা SONY-র হাই-এন্ড CIS ক্যাপাসিটির জন্য যথেষ্ট চাপের বিষয় হবে। তাছাড়া Will SEMI-র জন্য তা সুবিধাজনকও হতে চলেছে। ফলে, চিনা স্মার্টফোন ব্র্যান্ডগুলি থেকে হাই-এন্ড CIS এর আরও বেশি সংখ্যক অর্ডার সুরক্ষিত হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
একাধিক রিপোর্ট থেকে আবার এ-ও জানা গিয়েছে, iPhone 15 স্ট্যান্ডার্ড মডেলগুলিতে থাকতে পারে 48MP Sony IMX803 ইমেজ সেন্সর, যা এই মুহূর্তের অন্যান্য আইফোন মডেলগুলির 12MP সেন্সরের তুলনায় অনেকাংশেই একটা ভাল ক্যামেরা আপগ্রেড।