iQOO 11 লঞ্চের আগে আগে iQOO 9T এক ধাক্কায় 17,500 টাকা সস্তা, কেবল মাত্র Amazon-এ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 11, 2022 | 3:17 PM

Amazon লিস্টিংয়ে যদিও এখনও iQOO 9T তালিকাভুক্ত করা হয়েছে 49,999 টাকা দামে। তবে সেখানে এ-ও উল্লেখ করা হয়েছে, যদি আপনি HDFC বা SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন 4,000 টাকার ডিসকাউন্ট।

iQOO 11 লঞ্চের আগে আগে iQOO 9T এক ধাক্কায় 17,500 টাকা সস্তা, কেবল মাত্র Amazon-এ
এক ধাক্কায় অনেকটাই সস্তা হল iQOO 9T।

Follow Us

iQOO 9T এই মুহূর্তে ভারতে প্রিমিয়াম স্মার্টফোনগুলির একটি। 50,000 টাকা বাজেটের মধ্যে ভারতের অন্যতম জনপ্রিয় ফোন এটি। কয়েক মাস আগেই ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8+ Gen 1। নিজস্ব সেগমেন্টে ফোনটি Antutu স্কোর করেছে 1 বিলিয়নেরও বেশি। এই iQOO 9T ভারতে লঞ্চ করা হয়েছিল 49,999 টাকায়। এখন এই ফোনই যদি আপনি ক্রয় করতে চান, তাহলে Amazon আপনাকে 4,000 টাকা ডিসকাউন্ট দেবে। iQOO 11 ভারতে খুব শিগগিরই লঞ্চ করতে চলেছে। আর সেই কারণেই iQOO 9T ফোনের দাম কমানো হয়েছে।

Amazon লিস্টিংয়ে যদিও এখনও iQOO 9T তালিকাভুক্ত করা হয়েছে 49,999 টাকা দামে। তবে সেখানে এ-ও উল্লেখ করা হয়েছে, যদি আপনি HDFC বা SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন 4,000 টাকার ডিসকাউন্ট। তার ফলেই ফোনটির দাম হয়ে যাচ্ছে 45,999 টাকা। তার উপরে আবার রয়েছে এক্সচেঞ্জ অফার। আপনার পুরনো ফোনটা বদলে নিজেকে যদি iQOO 9T-এ আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে অতিরিক্ত আরও 13,500 টাকা ছাড় পেয়ে যাবেন। ফলে, ডিভাইসটি আপনি পেয়ে যাচ্ছেন 35,000 টাকারও কম দামে।

iQOO 9T: স্পেসিফিকেশন, ফিচার

1) iQOO 9T-এ রয়েছে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz।

2) পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে।

3) এই প্রসেসর পেয়ার করা থাকছে 12GB RAM + 256GB স্টোরেজের সঙ্গে।

4) বেশ বড় এবং শক্তিশালী একটি 4,700mAh ব্যাটারি রয়েছে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

5) সফটওয়্যার হিসেবে iQOO 9T-এ রয়েছে Android 12 ভিত্তিক OriginOS Ocean আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম।

6) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 50MP ক্যামেরা।

7) সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 12MP পোর্ট্রেইট সেন্সর রয়েছে।

8) সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য iQOO 9T ফোনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

Next Article