ভারতে লঞ্চ হতে চলেছে iQoo Neo 6 স্মার্টফোন। আগামী ৩১ মে লঞ্চ হবে এই ফোন। iQoo Neo 6 ফোনে একটি Qualcomm Snapdragon 870 5G চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে 80W flash charge সাপোর্ট। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে iQoo Neo 6 স্মার্টফোন। শোনা যাচ্ছে ভারতে যে ফোন লঞ্চ হবে তা চিনের ভ্যারিয়েন্টের থেকে কিছুটা আলাদা হবে। দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে iQoo Neo 6 স্মার্টফোন। 8GB RAM এবং 128GB inbuilt storage থাকতে পারে এই ফোনে। প্রাথমিক ভাবে Amazon India-র সাইটে iQoo Neo 6 ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে নোটিফিকেশন প্রকাশ হয়েছিল। পরে তা তুলে দেওয়া হয়। শোনা যাচ্ছে, সম্ভবত iQoo Neo 6 ফোনের বিক্রি ভারতে শুরু হতে পারে জুন মাসের প্রথম সপ্তাহে।
ভারতে iQoo Neo 6 ফোনের দাম কত হতে পারে?
লঞ্চের আগে ভারতে iQoo Neo 6 ফোনের সম্ভাব্য দাম জানা গিয়েছে। বলা হচ্ছে, এই ফোনের বেস মডেলের দাম হতে পারে ২৯ হাজার টাকার বেশি। Tipster পারস গগলানি এই ইঙ্গিত দিয়েছেন। তার পাশাপাশি বলা হচ্ছে যে iQoo Neo 6 ফোনের সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম ৩১ হাজার টাকা বেশি হতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে, Dark Nova এবং Interstellar- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে iQoo Neo 6 ফোন। তবে iQoo Neo 6 ফোনের কোন RAM এবং Storage ভ্যারিয়েন্টের দাম কত হবে নির্দিষ্ট ভাবে তা জানা যায়নি। এমনকি কী কী RAM এবং Storage ভ্যারিয়েন্টে iQoo Neo 6 ফোন ভারতে লঞ্চ হতে পারে সে ব্যাপারেও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
iQoo Neo 6 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচারগুলো দেখে নিন