iQoo Neo 6 ফোন আগামী সপ্তাহেই হয়তো আসছে ভারতে, দেখুন সম্ভাব্য Specifications

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 17, 2022 | 6:40 PM

iQoo Neo 6: আগামী সপ্তাহে যদি iQoo Neo 6 ফোন ভারতে লঞ্চ হয় তাহলে হয়তো জুন মাসের প্রথম থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। এমনটাই অনুমান করা হচ্ছে।

iQoo Neo 6 ফোন আগামী সপ্তাহেই হয়তো আসছে ভারতে, দেখুন সম্ভাব্য Specifications
আইকিউওও নিও ৬ ফোন আসছে ভারতে।

Follow Us

iQoo Neo 6 ফোন লঞ্চ হতে চলেছে ভারতে একথা আগেই শোনা গিয়েছিল। এবার নতুন করে শোনা যাচ্ছে যে, আগামী সপ্তাহেই এই ফোন দেশে লঞ্চ হতে পারে। বলা হচ্ছে, এই প্রথম কোনও Neo মডেল ভারতে লঞ্চ করতে চলেছে iQoo সংস্থা। আগামী সপ্তাহে ভারতে iQoo Neo 6 ফোন লঞ্চ হতে পারে বলে শোনা গেলেও এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। তবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগেই iQoo Neo 6 ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। যেমন শোনা যাচ্ছে ভারতে দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে iQoo Neo 6 ফোন। এর মধ্যে একটি মডেলে থাকতে পারে একটি Snapdragon 870 প্রসেসর। আর অন্যদিতে থাকতে পারে Snapdragon 870+ প্রসেসর। প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে চিনে iQoo Neo 6 ফোন লঞ্চ হয়েছে।

ভারতে iQoo Neo 6 ফোনের দাম কত হতে পারে?

ভারতে iQoo Neo 6 ফোনের দাম কত হতে পারে চলুন জেনে নেওয়া যাক। এই ফোন দুটো ভ্যারিয়েন্টে দেশেলঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তার মধ্যে থাকতে চলেছে প্রসেসরের ফারাক। একটি মডেলের দাম ২৯ হাজার টাকার বেশি হতে পারে। আর একটি মডেলের দাম ৩১ হাজার টাকার বেশি হওয়ার সম্ভবনা রয়েছে। আগামী সপ্তাহে যদি iQoo Neo 6 ফোন ভারতে লঞ্চ হয় তাহলে হয়তো জুন মাসের প্রথম থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। Interstellar এবং Dark Nova- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে iQoo Neo 6 ফোন।

iQoo Neo 6 ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন

  • এই ফোনে একটি ৬.৬৩ ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে থাকতে পারে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। Android 12-র সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন।
  • শোনা যাচ্ছে ভারতে দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে iQoo Neo 6 ফোন। এর মধ্যে একটি মডেলে থাকতে পারে একটি Snapdragon 870 প্রসেসর। আর অন্যদিতে থাকতে পারে Snapdragon 870+ প্রসেসর।
  • সর্বোচ্চ ৮ GB RAM এবং ১২৮ GB Inbuilt Storage থাকতে পারে এই ফোনে। এছাড়াও শোনা যাচ্ছে এই ফোনের পিছনে অংশে থাকতে পারে triple camera setup। সেখানে ৬৪ MP Primary Camera Sensor থাকতে পারে। তার সঙ্গে ৮ MP এবং ২ MP-র আরও দুটো Camera Sensor থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ১৬ MP Front Camera Sensor থাকতে পারে।
  • iQoo Neo 6 ফোনে একটি ৪৭০০ mAh battery থাকতে পারে। তার সঙ্গে ৮০ ওয়াটের fast charging সাপোর্ট থাকতে পারে।
Next Article