iQoo Neo 6 ফোন লঞ্চ হতে চলেছে ভারতে একথা আগেই শোনা গিয়েছিল। এবার নতুন করে শোনা যাচ্ছে যে, আগামী সপ্তাহেই এই ফোন দেশে লঞ্চ হতে পারে। বলা হচ্ছে, এই প্রথম কোনও Neo মডেল ভারতে লঞ্চ করতে চলেছে iQoo সংস্থা। আগামী সপ্তাহে ভারতে iQoo Neo 6 ফোন লঞ্চ হতে পারে বলে শোনা গেলেও এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। তবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগেই iQoo Neo 6 ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। যেমন শোনা যাচ্ছে ভারতে দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে iQoo Neo 6 ফোন। এর মধ্যে একটি মডেলে থাকতে পারে একটি Snapdragon 870 প্রসেসর। আর অন্যদিতে থাকতে পারে Snapdragon 870+ প্রসেসর। প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে চিনে iQoo Neo 6 ফোন লঞ্চ হয়েছে।
ভারতে iQoo Neo 6 ফোনের দাম কত হতে পারে?
ভারতে iQoo Neo 6 ফোনের দাম কত হতে পারে চলুন জেনে নেওয়া যাক। এই ফোন দুটো ভ্যারিয়েন্টে দেশেলঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তার মধ্যে থাকতে চলেছে প্রসেসরের ফারাক। একটি মডেলের দাম ২৯ হাজার টাকার বেশি হতে পারে। আর একটি মডেলের দাম ৩১ হাজার টাকার বেশি হওয়ার সম্ভবনা রয়েছে। আগামী সপ্তাহে যদি iQoo Neo 6 ফোন ভারতে লঞ্চ হয় তাহলে হয়তো জুন মাসের প্রথম থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। Interstellar এবং Dark Nova- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে iQoo Neo 6 ফোন।
iQoo Neo 6 ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন