ভারতে লঞ্চ হল iQoo Neo 6। এই প্রথম Vivo সংস্থার Sub-Brand iQoo তাদের Neo Series- এর ফোন ভারতে লঞ্চ করল। এপ্রিল মাসে চিনে এই ফোন লঞ্চ হয়েছিল। iQoo Neo 6 ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে রয়েছে একটি Snapdragon 870 SoC। তার সঙ্গে যুক্ত রয়েছে 12GB RAM। চিনে অবশ্য Snapdragon 8 Gen 1 SoC নিয়ে লঞ্চ হয়েছিল এই ফোন। জানা গিয়েছে, iQoo Neo 6 ফোনে রয়েছে একটি ৬.৬২ ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে আবার রয়েছে ৬৪ MP প্রাইমারি ক্যামেরা সেনসর। এর পাশাপাশি iQoo Neo 6 ফোনে রয়েছে একটি ৪৭০০ mAh ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
iQoo Neo 6 ফোনের দাম এবং উপলব্ধতা দেখে নিন
ভারতে iQoo Neo 6 ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। এই ফোনেরই ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। Cyber Rage এবং Dark Nova- এই দুই রঙে পাওয়া যাচ্ছে ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে এই ফোন কেনা যাবে। ৫ জুন পর্যন্ত লঞ্চ অফার পাবেন ক্রেতারা। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড বা ইএমআই ট্রানজাকশন ব্যবহার করে এই ফোন কিনলে ৩০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। অ্যামাজনের কুপন থাকলেও এই ফোন কেনার ক্ষেত্রে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও থাকছে অতিরিক্ত এক্সচেঞ্জ অফার। সেখানেও ৩০০০ টাকা ছাড় পাওয়ার সুযোগ থাকছে।
iQoo Neo 6 ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন