গেমারদের জন্য দারুণ খবর, ইন্ডিপেন্ডেন্ট গেমিং চিপসেট দিয়ে লঞ্চ হল iQOO Neo 7 Pro 5G

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 04, 2023 | 4:49 PM

iQOO Neo 7 Pro 5G Price: iQOO Neo 7 Pro-এর দাম 34,999 টাকা। এর 12GB ভ্যারিয়েন্টের দাম 37,999 টাকা। এতে আপনি অনেক ব্যাঙ্ক অফারও পাবেন। আপনি যদি এই ফোনটি প্রি-বুক করেন তবে আপনি এই ফোনটি ডিসকাউন্টে কিনতে পারবেন।

গেমারদের জন্য দারুণ খবর, ইন্ডিপেন্ডেন্ট গেমিং চিপসেট দিয়ে লঞ্চ হল iQOO Neo 7 Pro 5G

Follow Us

iQOO Neo 7 Pro 5G Features: বেশ কয়েকদিন ধরে অপেক্ষার পর অবশেষে iQOO ভারতীয় বাজারে তার সর্বশেষ গেমিং স্মার্টফোন iQOO Neo 7 Pro 5G লঞ্চ করেছে। স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1 চিপসেট ব্যবহার করা হয়েছে। কোম্পানির তরফে আগেই জানানো হয়েছিল, এটি একটি সাশ্রয়ী ফোন হতে চলেছে। তাই প্রচুর মানুষ ফোনটি আসার অপেক্ষায় ছিলেন। iQOO Neo 7 Pro-এর দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফোনে কী কী রয়েছে। লঞ্চ ইভেন্টে কোম্পানির তরফে জানানো হয়েছে, iQOO Neo 7 Pro 5G আপনাকে দারুন গেমিং অভিজ্ঞতা দেবে। তার জন্য এতে একটি চিপসেট ব্যবহার করা হয়েছে।

iQOO Neo 7 Pro-এর দাম:

iQOO Neo 7 Pro-এর দাম 34,999 টাকা। এর 12GB ভ্যারিয়েন্টের দাম 37,999 টাকা। এতে আপনি অনেক ব্যাঙ্ক অফারও পাবেন। আপনি যদি এই ফোনটি প্রি-বুক করেন তবে আপনি এই ফোনটি ডিসকাউন্টে কিনতে পারবেন। iQOO ফোনে দারুন গেমিং অভিজ্ঞতা দেওয়ার জন্য, স্বাধীন গেমিং চিপসেট (IG চিপ) দেওয়া হয়েছে। এটি ভাল গ্রাফিক্স এবং গেমপ্লে অফার করে। অর্থাৎ, আপনি iQOO Neo 7 Pro-তে ডুয়াল চিপসেট ডিজাইন পাচ্ছেন। আলটিমেট গেমিং ফিচার 120FPS, মোশন কন্ট্রোল, স্মার্ট 3D কুলিং সিস্টেমের মতো ফিচারও পেয়ে যাবেন। পুরো চার্জে 7 ঘন্টা গেম খেলতে পারবেন।

iQOO Neo 7 Pro 5G: ডিসপ্লে, ক্যামেরা এবং রঙ

iQOO-এর সর্বশেষ ফোনটিতে আপনি দু’টি রঙের অপশন পেয়ে যাবেন। ফিয়ারলেস ফ্লেম, ডার্ক স্টর্ম কালার। ছবি এবং ভিডিয়োগ্রাফির জন্য এতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এটিতে 8 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে আপনি 6.78-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে পাবেন, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

iQOO Neo 7 Pro 5G: স্টোরেজ এবং ব্যাটারি

স্টোরেজের ক্ষেত্রে, আপনি এতে 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS3.1 স্টোরেজ পাবেন। স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, এই ফোনটি 8 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে।

Next Article