দামের পর এবার JioPhone 5G-র স্পেসিফিকেশন ফাঁস! কেমন হতে পারে সস্তার এই 5G ফোন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 30, 2022 | 1:31 PM

লঞ্চের অনেক আগে JioPhone 5G-র স্পেসিফিকেশন সামনে এসেছে। নতুন লিকে Jio-র 5G ফোনের সমস্ত মূল স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। সস্তার এই 5G ফোনে কী কী বিশেষ ফিচার থাকতে পারে, দেখে নিন।

দামের পর এবার JioPhone 5G-র স্পেসিফিকেশন ফাঁস! কেমন হতে পারে সস্তার এই 5G ফোন?
JioPhone 5G লঞ্চের আগে দাম ও ফিচার্স লিক!

Follow Us

JioPhone 5G Specs: রিলায়েন্স জিও শীঘ্রই ভারতে তাদের 5G পরিষেবা নিতে আসতে চলেছে। 1 অক্টোবর ইন্ডিয়া মোবাইল কংগ্রেস থেকে ভারতের 5G পরিষেবার উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আবার রিলায়েন্স জিও বাজারে তাদের 5G স্মার্টফোন নিয়ে আসতে গুগলের সঙ্গে জোরকদমে কাজও শুরু করে দিয়েছে। সেই ফোনের নাম এখনও পর্যন্ত জানা যায়নি ঠিকই। তবে কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে সেই JioPhone 5G-র দাম। এবার রিলায়েন্স জিও-র প্রথম 5G স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশনও লিক হয়ে গেল।

AGM 2022 শীর্ষক ইভেন্ট থেকে মুকেশ আম্বানি নিশ্চিত করেছেন যে, Jio এবং Google শীঘ্রই সাশ্রয়ী মূল্যে একটি 5G ফোন লঞ্চ করার জন্য কাজ করছে। আমরা আশা করতে পারি স্মার্টফোনটি আগামী বছরের AGM-এ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে যাবে, যার জন্য ভারতীয়দের এখনও প্রায় এক বছর অপেক্ষা করতে হতে পারে।

তবে লঞ্চের অনেক আগে JioPhone 5G-র স্পেসিফিকেশন সামনে এসেছে। নতুন লিকে Jio-র 5G ফোনের সমস্ত মূল স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। Jio এবং Google থেকে আসন্ন সাশ্রয়ী মূল্যের 5G ফোন সম্পর্কিত এই লিকগুলি সর্বপ্রথম 91Mobiles-এর রিপোর্টে প্রকাশ করা হয়। সেই তথ্যগুলিই একবার জেনে নেওয়া যাক।

রিপোর্ট অনুসারে, আসন্ন Jio ফোন 5G কোয়ালকমের স্ন্যাপড্রাগন 480 SoC দ্বারা চালিত হবে। এর পিছনে থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। লিক থেকে আরও জানা যাচ্ছে, Jio Phone 5G-তে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.5-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে। থাকছে একটি 5,000mAh ব্যাটারি, যা 18W চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, 32GB পর্যন্ত স্টোরেজ এবং 4GB LPDDR4X RAM থাকবে। সফটওয়্যার ফ্রন্টে ফোনটি অ্যান্ড্রয়েড 12 আউট-অফ-দ্য-বক্সে চলে। পাশাপাশিই আবার গুগল মোবাইল পরিষেবা এবং Jio অ্যাপগুলির একটি স্যুট সহ প্রিলোড করা থাকবে ফোনটি।

13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এই ফোনে দেওয়া হতে পারে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ফোনের সামনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, JioPhone 5G-র দাম ভারতে কত হতে পারে? এর আগেই একটা রিপোর্ট থেকে জানা গিয়েছিল, রিলায়েন্স জিও-র আসন্ন ফোনের দাম 8,000 থেকে 10,000 টাকার মধ্যে হতে পারে।

Next Article