JioPhone Prima 4G: মাত্র 2,599 টাকার নতুন Jio ফোন, WhatsApp থেকে UPI করা যাবে সবকিছুই

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 30, 2023 | 1:04 PM

JioPhone Prima 4G-এর দাম মাত্র 2599 টাকা। নীল এবং হলুদ এই দুই চোখধাঁধানো কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। তবে দিওয়ালির সময় একাধিক অফারেও ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তার জন্য ক্রেতাদের ঢুঁ মারতে হবে JioMart ওয়েবসাইটে। ফোনটিতে রয়েছে WhatsApp এবং YouTube-এর মতো সোশ্যাল মিডিয়া অ্যাপের সাপোর্ট।

JioPhone Prima 4G: মাত্র 2,599 টাকার নতুন Jio ফোন, WhatsApp থেকে UPI করা যাবে সবকিছুই
ফের সস্তার ফোন এনে কামাল করল Jio।

Follow Us

Reliance Jio তার নতুন ফোন নিয়ে হাজির হল। সস্তার সেই ফোনের নাম JioPhone Prima 4G। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ফোনটিতে রয়েছে WhatsApp এবং YouTube-এর মতো সোশ্যাল মিডিয়া অ্যাপের সাপোর্ট। নয়াদিল্লির ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2023 ইভেন্ট থেকেই এই ফোনের ঘোষণা করেছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা। Jio-র তরফ থেকে জানানো হয়েছে, দীপাবলির সময় থেকেই ফোনটি বিক্রি করা হবে। তবে এর মধ্যেই এই নতুন 4G JioPhone-এর বেশিরভাগ তথ্যই JioMart ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। সবথেকে প্রিমিয়াম এই জিওফোনের লুকও নজরকাড়া।

JioPhone Prima 4G: কত দাম এই জিওফোনের?

এই নতুন জিওফোনের দাম মাত্র 2599 টাকা। নীল এবং হলুদ এই দুই চোখধাঁধানো কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। তবে দিওয়ালির সময় একাধিক অফারেও ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তার জন্য ক্রেতাদের ঢুঁ মারতে হবে JioMart ওয়েবসাইটে। যদিও দিল্লি ও মুম্বইয়ের মানুষজন এই ফোন এখনই ক্রয় করে তার ডেলিভারিও পেয়ে যাবেন বাড়ি বসেই।

JioPhone Prima 4G: স্পেসিফিকেশন

সদ্য লঞ্চ হওয়া জিওফোন প্রাইমা-তে দেওয়া হয়েছে 2.4 ইঞ্চির TFT ডিসপ্লে, যার রেজ়োলিউশন 320 X 240 পিক্সেল। ফোনের পিছনে রয়েছে একটি ফ্ল্যাশলাইট ও ক্যামেরা। শুধু তাই নয়। সেলফি তোলার জন্য রয়েছে একটি 0.3MP ফ্রন্ট ফেসিং ক্যামেরাও।

512MB RAM দেওয়া হয়েছে নতুন জিওফোনে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে KaiOS অপারেটিং সিস্টেম। JioPhone Prima যাতে অত্যন্ত দ্রুততার সঙ্গে পারফর্ম করতে পারে, তার জন্য দেওয়া হয়েছে একটি ARM Cortex A53 প্রসেসর।

কানেক্টিভিটির দিক থেকেও এই নতুন জিওফোন দুর্ধর্ষ। রয়েছে Bluetooth 5.0 এবং অত্যন্ত শক্তিশালী একটি 1800mAh ব্যাটারি। দীর্ঘ সময় ধরে আপনি যাতে ফোনটি ব্যবহার করতে পারেন, মাল্টিটাস্কিং করতে পারেন, তার জন্য এই ব্যাটারি যথার্থ।

JioPhone Prima 4G: ফিচার

একাধিক জরুরি ফিচার্স রয়েছে JioPhone Primaতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল FM রেডিও ফিচার। আপনার প্রিয় রেডিও স্টেশনগুলি আপনাকে অনায়াসে উপভোগ করতে দেবে ফোনটি। তাছাড়া থাকছে বেশ কিছু প্রি-ইনস্টলড্ অ্যাপস যেমন, ইউটিউব, জিওটিভি, জিওসিনেমা, জিওসাভন এবং জিওনিউজ়। আবার UPI পেমেন্টের জন্য ফোনটিতে Jio Pay এর সাপোর্টও দেওয়া হচ্ছে।

Next Article