বছরের প্রথম থেকেই একের পর এক নতুন ফোন বাজারে লঞ্চ হয়ে চলেছে। চলতি বছরের অগস্ট মাসে অনেক মোবাইল কোম্পানি ফোন লঞ্চ করেছে। সেটা বাজেট রেঞ্জ, মিড রেঞ্জ বা প্রিমিয়াম ক্যাটাগরি, যাই হোক না কেন। তাই আপনি যদি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে নতুন ফোনের তালিকাটি দেখে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক অগস্টে কোন কোন ফোন বাজারে এসেছে।
Infinix GT 10 Pro: ট্রান্সপারেন্ট ডিজাইনের এই ফোনটি অনেকটা OnePlus-এর ফোনের মতো। স্মার্টফোনটির দাম প্রথমে 20,999 টাকা ছিল। তারপরে তা কমিয়ে 19,999 টাকা করা হয়েছে। ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, Dimesity 8050 প্রসেসর, 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 108MP প্রাইমারি ক্যামেরা। অর্থাৎ আপনি মাত্র 20 হাজার টাকার মধ্যে 108MP ক্যামেরার একটি ফোন পেয়ে যাবেন।
Redmi 12 5G: আপনার বাজেট যদি খুব কম হয় এবং আপনি একটি নতুন 5G ফোন চান, তাহলে Xiaomi অগস্ট মাসে Redmi 12 5G স্মার্টফোন লঞ্চ করেছে। চাইলে এই ফোনটি কিনে নিতে পারেন। এতে 5000 mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং Snapdragon 4 Gen 1 চিপসেট রয়েছে। ফোনটির দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে।
iQOO Z7 Pro: আপনার বাজেট যদি 30,000 টাকা হয়, তাহলে iQOO Z7 Pro 5G ফোনটি কিনতে পারেন। এতে আপনি 66W ফাস্ট চার্জিং, 64MP OIS ক্যামেরা এবং MediaTek Dimensity 7200 প্রসেসর সহ 4600 mAh ব্যাটারি পাবেন। 8/128GB ফোনের দাম 23,999 টাকা। কোম্পানি ফোনে 2000 টাকা ছাড় দিচ্ছে। ফলে এর দাম হয়েছে 21,999 টাকা।
Samsung Galaxy Z Flip 5: আপনি যদি প্রিমিয়াম ফোন কেনার প্ল্যান করেন, তাহলে এই Samsung ফোনটি আপনার জন্য উপযুক্ত। এতে আপনি Snapdragon 8 Gen 2 চিপসেট এবং 3.4 ইঞ্চি ডিসপ্লে পাবেন। মোবাইল ফোনটির দাম 99,999 টাকা।