না, iPhone নয়! Meta সিইও মার্ক জ়াকারবার্গ ব্যবহার করছেন জনপ্রিয় এই Android ফোন
Mark Zuckerberg Latest News: অনেকের মনেই এই ধারণা কাজ করতে পারে, তিনি মেটার সিইও। এত বড় একটা কোম্পানির চিফ এগজ়িকিউটিভ অফিসার, নিশ্চয়ই iPhone ব্যবহার করবেন! সম্প্রতি মার্ক জ়াকারবার্গকে একটি পাবলিক ইভেন্টে দেখা গিয়েছে নিজের ফোন ঘাঁটতে।
Android নাকি iPhone, কোন ফোন আপনার জন্য ভাল? দীর্ঘ দিন ধরে এই বিতর্ক চলছে। এই বিতর্কের মধ্যেই প্রশ্ন উঠেছে, টেক বসরা কে, কোন স্মার্টফোন ব্যবহার করেন? Apple CEO টিম কুক যেন iPhone ব্যবহার করেন। আর তা করবেনই বা না কেন! তিনি যে অ্যাপলের সিইও। আবার Google CEO সুন্দর পিচাই যেমন Pixel স্মার্টফোন ব্যবহার করেন। এখন স্মার্টফোন ব্যবসার মধ্যে সরাসরি নেই এমন এগজ়িকিউটিভরা কে, কোন মোবাইল ব্যবহার করেন, তা-ও জানার আগ্রহ রয়েছে একটা বড় অংশের মানুষের মধ্যে। Meta CEO মার্ক জ়াকারবার্গ কি ফোন ব্যবহার করেন? মার্কের ব্যবহৃত হ্যান্ডসেটটি কি iPhone নাকি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন?
অনেকের মনেই এই ধারণা কাজ করতে পারে, তিনি মেটার সিইও। এত বড় একটা কোম্পানির চিফ এগজ়িকিউটিভ অফিসার, নিশ্চয়ই iPhone ব্যবহার করবেন! সম্প্রতি মার্ক জ়াকারবার্গকে একটি পাবলিক ইভেন্টে দেখা গিয়েছে নিজের ফোন ঘাঁটতে। সেখান থেকেই মানুষের মনে প্রশ্ন জেগেছে, মেটা সিইও-র হাতে কোন ফোন রয়েছে?
বেশ কিছু বছর আগে মার্ক জ়াকারবার্গ তাঁর Android OS-প্রীতি এবং বিশেষ করে Samsung মোবাইল কতটা পছন্দ করেন, সেই বিষয়টি জানিয়েছিলেন। 2020 সালে জনপ্রিয় ইউটিউবার মারকিউজ় ব্রাউনলি মেটার সিইও মার্ক জ়াকারবার্গকে একটি ভিডিয়ো কলে ধরেছিলেন। মারকিউড় প্রশ্ন করেছিলেন, মেটা সিইওর পকেটে কোন স্মার্টফোন রয়েছে? উত্তরে মার্ক জ়াকারবার্গ বলেছিলেন, “তুমি জানো, আমি বেশ কিছু বছর ধরে Samsung ফোন ব্যবহার করছি। আমি এই ফোনগুলির খুবই বড় ভক্ত। আমি মনে করি, তারা সত্যিই খুব ভাল ফোন তৈরি করেন।”
এখন মার্ক কোন ফোন ব্যবহার করেন? জ়াকারবার্গের Samsung-প্রীতি যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে বলে মনে হচ্ছে। তিনি নিজেরই একটি ছবি পোস্ট করেছেন। টেলর সুইফ্টের কনসার্ট চলাকালীন মার্কের সেই ছবিটি তোলা হয়েছে। ক্যাপশনে মার্ক লিখছেন, ‘কনসার্ট চলাকালীন 13টি ইমেল চেক করে নিতে হল।’ যে ছবিটি ধরা পড়েছে, তা দেখে মনে হচ্ছে টেক বিলিয়নিয়র একটি প্রিমিয়াম Samsung S Series স্মার্টফোন ব্যবহার করছেন। তাঁর হাতে যে মডেলটি রয়েছে, সেটি একটি ব্লক কালার ভ্যারিয়েন্ট।
তার ঠিক কয়েক সপ্তাহ আগে আরও একটি ছবি শেয়ার করেছিলেন মার্ক। সে ছবি ছিল মেটা সিইও-র চূড়ান্ত পর্যায়ের ওয়ার্কআউট সেশন। একটি মিরর সেলফি তুলেছিলেন তিনি। সেখানেও দেখা গিয়েছিল এই একই Samsung S সিরিজ়ের ফোনটি। সেই ছবিতে দেখা গিয়েছিল, ফোনের পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ।
তবে মার্ক জ়াকারবার্গ নির্দিষ্ট করে কোন ফোনটা ব্যবহার করেন, তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। ফোনের রং এবং কার্ভড এজেস দেখে বোঝা যাচ্ছে, সেটি Samsung Galaxy S21 বা Samsung Galaxy S21+ বা Samsung S22 হতে পারে। মনে করা হচ্ছে, Samsung S22 সিরিজ় যেহেতু এক্কেবারে লেটেস্ট, তাই মার্ক জ়াকারবার্গ হয়তো এই নতুন প্রজন্মের ফোনই ব্যবহার করবেন।