Moto E7 Power Discount: আপনি কি মিড বাজেটের একটি নতুন স্মার্টফোন কেনার প্রস্তুতি নিচ্ছেন? কিন্তু অপেক্ষা করছিলেন, একটি দুর্দান্ত অফারের। তাহলে আপনার জন্য একটি সুখবর আছে। আপনাকে এমন একটি অফার সম্পর্কে জানানো হবে যার মাধ্যমে আপনি অনেক কম দামে একটি ভাল ফোন কিনতে পারবেন। আপনি Moto E7 Power বাজেট স্মার্টফোনটি মাত্র 490 টাকায় কিনতে পারেন। এছাড়াও এই স্মার্টফোনে আপনাকে এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এই ডিভাইসটির 4GB RAM এবং 64GB স্টোরেজে একটি বিরাট ছাড় পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে কোথায় এই অফার পারেন, তা দেখে নিন।
Moto E7 Power-এ কোথায়, কত ছাড় পাবেন?
আপনি Amazon থেকে মাত্র 490 টাকায় এই ফোনটি কিনতে পারবেন। এই ফোনটির লঞ্চের সময় দাম ছিল প্রায় 10,999 টাকা। আপনি যদি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon থেকে এই ফোনটি কিনে থাকেন, তাহলে আপনি ফোনটি কিনতে পারবেন মাত্র 8,300 টাকায়। এছাড়াও, কেউ ডিভাইসে ব্যাঙ্ক অফারও পেতে পারেন। আপনি যদি HSBC ক্যাশব্যাক কার্ড ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কিনে থাকেন, তাহলে আপনি 250 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন।
আপনি এই ফোনে এক্সচেঞ্জ অফারও পাবেন:
আমাজনে গ্রাহকদের জন্য একটি এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। আপনার যদি একটি পুরনো স্মার্টফোন ভালো অবস্থায় থাকে, তাহলে আপনি এক্সচেঞ্জ অফারে এটি দিয়ে নতুন ফোনটি কিনতে পারবেন। ফোনে এক্সচেঞ্জ অফারে আপনি সর্বাধিক 7,890 টাকা বাঁচাতে পারবেন। হ্যাঁ, তার মানে পুরনো ফোন দিয়ে আপনি মাত্র 490 টাকায় নতুন ডিভাইস Moto E7 Power কিনতে পারবেন।
Moto E7 Power-এর ফিচার ও স্পেসিফিকেশন:
Moto E7 Power-এ রয়েছে একটি 6.5-ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এটি 720 x 1600 পিক্সেল স্ক্রিন রেজোলিউশনের রয়েছে। স্মার্টফোনটিতে ওয়াটারড্রপ নচ স্ট্রাকচার সহ একটি বেজেল-লেস স্ক্রিনও রয়েছে। Moto E7 Power মডেলে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যার প্রাইমারি সেন্সর 13MP এবং এই ক্যামেরা PDAF সাপোর্ট করবে। ক্যামেরায় চমৎকার কিছু মোড রয়েছে, পোর্ট্রেইট মোড, প্যানোরমা, ফেস বিউটি, HDR এবং আরও। এই সেটআপ ‘ম্যাক্রো ভিশন’ লেন্সও সাপোর্ট করে। সেলফির জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। পাওয়ারের জন্য Moto E7 Power হ্যান্ডসেটে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।