এই Motorola স্মার্টফোন এখন 13,999 টাকার পরিবর্তে মাত্র ₹549-এ, লুফে নেওয়ার Flipkart অফার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 21, 2023 | 1:10 PM

Moto G13 Flipkart Offer: চমৎকার অফার রয়েছে Moto G13 ফোনে। তার একটি হল EMI। তবে সবথেকে বড় ছাড় আপনি পাবেন এক্সচেঞ্জ অফারে। পুরনো ফোন বদলে আপনি নিজেকে যদি একটি নতুন Moto G13-এ আপগ্রেড করে নেন, তাহলে পেয়ে যাবেন অতিরিক্ত আরও 9,450 টাকার ছাড়।

এই Motorola স্মার্টফোন এখন 13,999 টাকার পরিবর্তে মাত্র ₹549-এ, লুফে নেওয়ার Flipkart অফার
ব্যাপক ছাড়ে Moto G13!

Follow Us

Moto G13 Offer Price: নতুন ফোন কেনার চিন্তাভাবনা করছেন? আপনার জন্য দুর্দান্ত অফার দিচ্ছে Flipkart। আর যে ফোনে আপনাকে অফার দেওয়া হচ্ছে, তার নাম Moto G13। অনেক দিন ধরেই অনেকে হয়তো এই ফোন কেনার চিন্তাভাবনা করছিলেন। কিন্তু দামটা একটু চড়া হওয়ার ফলে অনেকেই পিছ পা হচ্ছিলেন। সেই ফোনই আপনি এক্কেবারে জলের দরে বাড়ি নিয়ে যেতে পারবেন। এমনিতে মার্কেটে এই Motorola ফোনের দাম 13,999 টাকা। কিন্তু আপনাকে এত টাকা খরচ করতেই হবে না। মাত্র 549 টাকায় এই Moto হ্যান্ডসেট আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।

Moto G13: কত টাকা ছাড় মিলছে Flipkart-এ?

Flipkart-এ ফোনটির দাম 9,999 টাকা। ই-কমার্স প্ল্যাটফর্মটি এই দামের উপরে আপনাকে 28% বা 4,000 টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে, ফোনের দাম হয়ে যাচ্ছে 9,999 টাকা। তার উপরে থাকছে বিভিন্ন ব্যাঙ্কের অফারও। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহারে আপনি পেয়ে যাবেন 5% পর্যন্ত ক্যাশব্যাক অফার। একাধিক কুপনে থাকছে 4,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক অফার। পাশাপাশি ফ্লিপকার্ট পে লেটার অ্যান্ড গেট ফ্লিপকার্ট গিফট কার্ডের মাধ্যমে 500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।

আরও দুটি চমৎকার অফার রয়েছে Moto G13 ফোনে। তার একটি হল EMI। প্রতি মাসে আপনি মাত্র 352 টাকা খরচ করে বাড়ি নিয়ে আসতে পারেন এই Motorola ফোনটি। তবে সবথেকে বড় ছাড় আপনি পাবেন এক্সচেঞ্জ অফারে। পুরনো ফোন বদলে আপনি নিজেকে যদি একটি নতুন Moto G13-এ আপগ্রেড করে নেন, তাহলে পেয়ে যাবেন অতিরিক্ত আরও 9,450 টাকার ছাড়। তবে তার জন্য যে ফোনটা বদলাচ্ছেন তার পরিস্থিতি অত্যন্ত ভাল হতে হবে। ফোনের বডি ও স্ক্রিনে যেন কোনও স্ক্র্যাচ না থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে আপনাকে।

সব মিলিয়ে এই ফোন আপনি 549 টাকাতেই কিনতে পারবেন।

Moto G13: কেন কিনবেন এই Motorola স্মার্টফোন?

এই ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে। তিনটি ক্যামেরা রয়েছে ফোনের পিছনে। Moto G13-এ প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে দুটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি। পারফরম্যান্সের জন্য ফোনটিতে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর রয়েছে।

Next Article