1 অগস্ট ভারতে আসছে সস্তার Moto G14, 50MP ক্যামেরার দুরন্ত ফোন

ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজ থেকে Moto G14 ফোনের ফিচার্স, স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক তথ্য জানা গিয়েছে। প্রসঙ্গত, গত বছর ভারতে লঞ্চ করেছিল Moto G13। সেই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম ছিল 9,999 টাকা। এখন তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ Moto G14 ভারতে কত দামে লঞ্চ করা হয়, সেটাই দেখার।

1 অগস্ট ভারতে আসছে সস্তার Moto G14, 50MP ক্যামেরার দুরন্ত ফোন
কম দামে জবরদস্ত ফোন আনছে মোটোরোলা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2023 | 8:52 PM

Motorola ভারতে বেশ কিছু বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে বিগত কয়েক মাসে। সংস্থাটি দেশের মার্কেটে ফের একটি নতুন ফোন নিয়ে আসতে চলেছে, যার নাম Moto G14। ফোনটি ফ্লিপকার্ট থেকে বিক্রয় করা হবে। 1 অগস্ট ফোনটি ভারতে হাজির হবে। ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজ থেকে Moto G14 ফোনের ফিচার্স, স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক তথ্য জানা গিয়েছে। প্রসঙ্গত, গত বছর ভারতে লঞ্চ করেছিল Moto G13। সেই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম ছিল 9,999 টাকা। এখন তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ Moto G14 ভারতে কত দামে লঞ্চ করা হয়, সেটাই দেখার।

একটা বিষয়ে পরিষ্কার হওয়া গিয়েছে যে, Moto G14 ফোনটিও বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হবে। ফ্লিপকার্ট লিস্টিং থেকে জানা গিয়েছে, এই ফোনটি 1 অগস্ট ভারতে লঞ্চ করা হবে। সেই দিনই দুপুর 12টা থেকে ফোনের প্রি-অর্ডার অর্থাৎ বুকিং শুরু হয়ে যাবে। নীল এবং ধূসর এই দুই রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। গ্লসি ব্যাক প্যানেল থাকছে, একটি LED ফ্ল্যাশ সহযোগে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হচ্ছে।

Moto G14 ফোনটিতে থাকছে একটি 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি Unisoc T616 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে থাকছে Android 13 অপারেটিং সিস্টেম, যা পরবর্তীতে অ্যান্ড্রয়েড 14 সফটওয়্যার আপগ্রেডেশন পাবে।

50MP প্রাইমারি ক্যামেরা থাকছে ফোনটিতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য থাকছে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ। এছাড়া অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যা 20W চার্জিং সাপোর্ট করে।