Flipkart সেলে 18,999 টাকার Moto G32 মাত্র 9,999 টাকায়, এক্কেবারে হাফ দামে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 08, 2023 | 12:13 PM

Moto G32 ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা। তবে ফ্লিপকার্ট সেলে ফোনটি ক্রয় করতে আপনাকে এত টাকা খরচ করতেই হবে না। এক্কেবারে হাফ দামে ফোনটি আপনি পেয়ে যাবেন। বিগ বিলিয়ন ডেজ় সেলে 47% ছাড়ের পরে মোটোরোলা স্মার্টফোনটি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 9,999 টাকায়।

Flipkart সেলে 18,999 টাকার Moto G32 মাত্র 9,999 টাকায়, এক্কেবারে হাফ দামে
ব্যাপক ছাড়ে Moto G32।

Follow Us

Moto G32 Flipkart Offer: উৎসবের মরশুমে বছরের সবথেকে বড় সেল নিয়ে হাজির হয়েছে ই-কমার্স প্ল্যাটফর্মগুলি। Flipkart-এ শুরু হয়েছে Big Billion Days সেল। বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনে থাকছে আকর্ষণীয় ছাড়। তবে সবথেকে বেশি পরিমাণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Motorola-র বেশ কিছু হ্যান্ডসেটে। Motorola Edge 40 Neo থেকে শুরু করে Motorola G32 পর্যন্ত প্রিমিয়াম, বাজেট প্রায় প্রত্যেক প্রাইস ক্যাটেগরিতেই থাকছে আকর্ষণীয় ছাড়।

একাধিক Motorola স্মার্টফোনের মধ্যে বিশেষ করে কথা বলতেই হয় Motorola G32-এর। ফ্লিপকার্ট সেলে এই ফোনের উপরে আপনি পেয়ে যাবেন 47 শতাংশ ছাড়। অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার বিভিন্ন ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে আরও অতিরিক্ত কিছু ছাড় পেতে পারেন। সেই অফার সম্পর্কেই জেনে নেওয়া যাক।

Flipkart সেলে 10,000 টাকারও কম দামে Moto G32

এই মুহূর্তে Moto G32 ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা। তবে ফ্লিপকার্ট সেলে ফোনটি ক্রয় করতে আপনাকে এত টাকা খরচ করতেই হবে না। এক্কেবারে হাফ দামে ফোনটি আপনি পেয়ে যাবেন। বিগ বিলিয়ন ডেজ় সেলে 47% ছাড়ের পরে মোটোরোলা স্মার্টফোনটি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 9,999 টাকায়।

এরপরে আবার থাকছে একাধিক ব্যাঙ্কের অফার। আপনার কাছে যদি ICICI বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে এই ফোনের উপরে পেয়ে যাবেন আরও 1,000 টাকার অতিরিক্ত ছাড়। তাছাড়াও রয়েছে আর একটি আকর্ষণীয় অফার। সেই এক্সচেঞ্জ অফার সম্পর্কে জানতে আপনাকে যেতে হবে Flipkart-এর অফিসিয়াল ওয়েবসাইটে।

Moto G32: ফিচার ও স্পেসিফিকেশন

এই Motorola স্মার্টফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির Full HD ডিসপ্লে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে স্ন্যাপড্রাগন 680 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। দুটি স্টোরেজ অপশন রয়েছে ফোনটির- 64GB এবং 128GB। এক্সপ্যান্ডেবল স্টোরেজ সাপোর্টও থাকছে। রোজ় গোল্ড, স্যাটিন মেরুন, স্যাটিন সিলভার এবং মিনারাল গ্রে চারটি কালার অপশনে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Moto G32 ফোনে রয়েছে বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডলবি অ্যাটমস সাপোর্টেড স্টিরিও স্পিকার্স রয়েছে ফোনটিতে। সুরক্ষার জন্য দেওয়া হয়েছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার।

কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP ক্যামেরা। গৌণ ক্যামেরাগুলির মধ্যে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড লেন্স এবং ডেপথ ক্যামেরা, 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

Next Article