Moto G72 লঞ্চ হল মাত্র 18,999 টাকায়, তবে আপনার জন্য থাকছে 4,000 টাকা ছাড়, ফিচার কেমন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 03, 2022 | 4:28 PM

Moto G72 Price And Specs: 18,999 টাকার এই ফোনে pOLED 120Hz HDR10+ ডিসপ্লে, একটি 108MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 5000mAh ব্যাটারি সাপোর্ট, যা 33W ফাস্ট চার্জ সাপোর্ট করে, ডলবি অ্যাটমোস সহযোগে ডুয়াল স্টিরিও স্পিকার্স সহ আরও অনেক কিছু রয়েছে।

Moto G72 লঞ্চ হল মাত্র 18,999 টাকায়, তবে আপনার জন্য থাকছে 4,000 টাকা ছাড়, ফিচার কেমন?
সব পাবেন, তবে 5G পাবেন না এই ফোনে।

Follow Us

Moto G72 ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। কম দামের মধ্যে যাঁরা প্রিমিয়াম ফিচারের খোঁজ করছেন, তাঁদের জন্য চমৎকার হতে পারে মোটোরোলার এই লেটেস্ট অফারিং। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে Moto G72 ফোনে রয়েছে pOLED 120Hz HDR10+ ডিসপ্লে, একটি 108MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 5000mAh ব্যাটারি সাপোর্ট, যা 33W ফাস্ট চার্জ সাপোর্ট করে, ডলবি অ্যাটমোস সহযোগে ডুয়াল স্টিরিও স্পিকার্স সহ আরও অনেক কিছু। তবে এই ফোনটি 5G সাপোর্ট করবে না।

Moto G72: দাম ও উপলব্ধতা

Moto G72 ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা। তবে অফারে এই ফোনটি আরও কম দামে বিক্রয় করা হবে। প্রাথমিক ভাবে লঞ্চ অফারে মাত্র 14,999 টাকায় Moto G72 ফোনটি বাড়ি নিয়ে আসতে পারবেন কাস্টমাররা। তার মধ্যে রয়েছে বিভিন্ন ব্যাঙ্কের কার্ড ব্যবহারে 1,000 টাকার ডিসকাউন্ট অফার এবং আপনার বর্তমান ফোনটি এক্সচেঞ্জ করিয়ে 3,000 টাকার অতিরিক্ত ছাড় মিলবে।

Moto G72: স্পেসিফিকেশন, ফিচার

Moto G72 ফোনে রয়েছে একটি 6.6 ইঞ্চির pOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এই ডিসপ্লে ফুল HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। 10 বিটের স্ক্রিনটি হাই-এন্ড ভিডিয়ো স্ট্রিমিংয়ের জন্য 576Hz টাচ স্যাম্পলিং রেট এবং HDR 1+ সার্টিফায়েড।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে MediaTek Helio G99 প্রসেসরের সাহায্যে। বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য এই ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রয়েছে বেশ বড় এবং শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি। সংস্থাটি এই ব্যাটারির সঙ্গে 33W ফাস্ট চার্জিং সাপোর্টও দিয়েছে। মেটেওরাইট গ্রে এবং পোলার ব্লু এই দুই রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ডুয়াল স্টিরিও স্পিকার্সও দেওয়া হয়েছে, যা ডলবি অ্যাটমোস সাপোর্ট করে।

Moto G72 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 108MP Samsung HM6 সেন্সর থাকছে। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং আর একটি 2MP ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য মোটোরোলার এই হ্যান্ডসেটে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

Next Article