Motorola Razr 2023 Features: বর্তমানে বাজারে বেশ কয়েকটি জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোন রয়েছে। আর বাজারে সেই সব ফোনগুলির দামও অনেক বেশি। ফোল্ডেবল স্মার্টফোনগলি প্রিমিয়াম ফোন হিসেবেই পরিচিত। ইলেকট্রনিক কোম্পানি Motorola তার ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr 2004 সালে চালু করেছিল। খুব অল্প সময়ের মধ্যেই মটোরোলার এই ফ্লিপ ফোনটি গ্রাহকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, মটোরোলার এই ফ্লিপ ফোনটি সেই সময়ের জনপ্রিয় স্মার্টফোন হিসেবেও পরিচিত ছিল। তাই সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবার Motorola গ্রাহকদের জন্য একটি সুখবর নিয়ে এসেছে। Motorola চলতি বছরে তার জনপ্রিয় ফোনটিকে একটি নতুন স্টাইলে আনতে চলেছে। কোম্পানিটি সম্প্রতি স্পেনে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 (Mobile World Congress 2023)-এ Motorola Razr-এর নতুন সংস্করণ সম্পর্কে তথ্য দিয়েছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (Mobile World Congress)-এ নতুন Motorola Razr 2023 সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তা হল 2020 সালে Motorola একটি নতুন আকারে ফোল্ডেবল ফোন Motorola Razr ব্র্যান্ড চালু করেছিল। তারপর সেই ফোনটি মানুষের মধ্য়ে বিরাট জনপ্রিয়তা লাভ করেছে, তাই সেই ফোনটির আপডেটেড ভার্সন বের করছে।
Motorola-এর মূল কোম্পানি Lenovo জানিয়েছে যে, কোম্পানি খুব শীঘ্রই Motorola ফোল্ডেবল ফোনের পরবর্তী সংস্করণ আনার প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, ফোনটির ফিচার সম্পর্কিত কিছু তথ্যও সামনে এসেছে। তবে চলুন জেনে নেওয়া যাক এই নতুন সংস্করণটিতে কী-কী ফিচার দেওয়া হয়েছে।
মটোরোলার ফোল্ডেবল ফোনের ফিচার ও স্পেসিফিকেশন:
Motorola-এর নতুন ফোল্ডেবল ফোনের ফিচারের কথা বললে, 15:9 অনুপাত সহ ফোনে 5-ইঞ্চি POLED ডিসপ্লে পাওয়া যাবে। এর ডিসপ্লেটি 22:9 অনুপাত সহ 6.5 ইঞ্চি পর্যন্ত বাড়ানো যেতে পারে। যখন রোল আপ করা হয়, ডিসপ্লেটি সহজেই ফোল্ড হয়ে যায়। ফোনটির নীচের চারপাশে মোড়ানো ডিজাইনের। কবার ফ্লিপ করা হলে, পিছনের রোল-আপ ডিসপ্লেটি সেকেন্ডারি ডিসপ্লে হিসাবে দেখা যাবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির রিলিজ ডেট দেওয়া হয়নি, তবে নতুন ফোল্ডেবল ডিভাইসটি এই বছরের জুন মাসেই আনা হতে পারে বলে আশা করা হচ্ছে।