Motorola Razr 40 Series: রাত পোহালেই ভারতে আসছে Motorola-র এই সবচেয়ে পাতলা ফ্লিপ ফোন, দাম কত জানেন?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 02, 2023 | 10:45 AM

Motorola Razr 40 Series Price: Motorola Razr 40 সিরিজের অধীনে 2টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। ফোনটি অনেক দিন ধরেই আলোচনার বিষয় হয়ে রয়েছে। তাই এই ফোনের লঞ্চ ইভেন্ট দেখার জন্য বহু মানুষ আগ্রহী। কিন্তু দেখবেন কোথায়?

Motorola Razr 40 Series: রাত পোহালেই ভারতে আসছে Motorola-র এই সবচেয়ে পাতলা ফ্লিপ ফোন, দাম কত জানেন?

Follow Us

Motorola Razr 40 Series Launch Date: আর মাত্র এক দিন। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল অর্থাৎ 3 জুলাই বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন লঞ্চ হবে। Motorola Razr 40 সিরিজের অধীনে 2টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। ফোনটি অনেক দিন ধরেই আলোচনার বিষয় হয়ে রয়েছে। তাই এই ফোনের লঞ্চ ইভেন্ট দেখার জন্য বহু মানুষ আগ্রহী। কিন্তু দেখবেন কোথায়? আপনি কোম্পানির ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্মার্টফোনটির লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন। লঞ্চের আগেই স্মার্টফোনের দাম ফাঁস করেছিল Amazon, তা থেকেই জানা গিয়েছে Motorola-এর নতুন ফোনটির দাম হতে চলেছে 59,999 টাকা। এই সিরিজের অধীনে, কোম্পানি 2টি স্মার্টফোন লঞ্চ করবে, যার মধ্যে রয়েছে Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ulta।

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আর কী রয়েছে?

স্পেসিফিকেশনের কথা বললে, Motorola Razr 40 Snapdragon 7 Gen 1 SoC, 8GB RAM, 256GB স্টোরেজ, 6.9 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে এবং 1.9 ইঞ্চি কভার ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটিতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেই সেটআপে 64MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 13MP আল্ট্রাওয়াইড সেন্সর থাকবে। দু’টি ফোনের সামনেই একটি 32MP ক্যামেরা দেওয়া হয়েছে। Motorola Razr 40 Ultra-এ Snapdragon 8+ Gen 1 চিপসেট, 3.6 ইঞ্চি পোলড কভার ডিসপ্লে, 165hz রিফ্রেশ রেট সহ 6.9 ইঞ্চি FHD+ AMOLED প্রধান ডিসপ্লে এবং ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে আপনি 12+13MP এই দু’টি ক্যামেরা পাবেন।

3 জুলাই কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটির সম্পর্কে আরও অনেক কিছু জানানো হবে। তার জন্য আপনাকে কোম্পানির ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। ফোনটি এদিন বিকাল 5টায় লঞ্চ হবে। অর্থাৎ আপনি এই ফোনের সম্পর্কে সব কিছু লঞ্চ ইভেন্টেই জানতে পেরে যাবেন।

এখানেই শেষ নয়। এই ফোনটি লঞ্চের ঠিক পরের দিন অর্থাৎ 4 জুলাই, IQ তার IQOO Neo 7 Pro স্মার্টফোন লঞ্চ করবে। এই ফোনে একটি গেমিং চিপ পাওয়া যাবে, যা গেমারদের জন্য় দেওয়া হয়েছে। এতে 120 ওয়াট ফাস্ট চার্জিং সহ একটি 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। লঞ্চের আগেই স্মার্টফোনটির দাম জানা গিয়েছে। আপনি এই ফোনটি 33,999 টাকায় কিনতে পারবেন।

Next Article