Nokia 5710 XpressAudio: ফোনের মধ্যেই ইয়ারবাড, তার ঘরও! বহু পুরাতন ফোন নতুন মোড়কে ফিরিয়ে ফের চমক নোকিয়ার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 14, 2022 | 11:20 PM

Nokia Feature Phone With TWS Earbuds: Nokia 5710 XpressAudio ফিচার ফোনটি নতুন মোড়কে, নতুন আঙ্গিকে নিয়ে এল। এই ফোনে এবার বিল্ট-ইন TWS ইয়ারবাডস দেওয়া হয়েছে। পুরো প্যাকেজটাই আপনি পেয়ে যাবেন মাত্র 4,999 টাকায়।

Nokia 5710 XpressAudio: ফোনের মধ্যেই ইয়ারবাড, তার ঘরও! বহু পুরাতন ফোন নতুন মোড়কে ফিরিয়ে ফের চমক নোকিয়ার
নস্ট্যালজিয়া ফেরানোর ওস্তাদ নোকিয়া!

Follow Us

নোকিয়ার ফিচার বা স্মার্টফোন যারা প্রস্তুত করে, সেই HMD Global ভারতে আরও একটি নতুন Nokia ফিচার ফোন লঞ্চ করল। সংস্থার সেই লেটেস্ট মডেলের নাম Nokia 5710 XpressAudio। কেবল মাত্র ভারতের মার্কেটের জন্যই নিয়ে আসা হয়েছে নতুন ফোনটি। এর সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এতে একটি বিল্ট ইন ইয়ারবাড কেস রয়েছে। আর সেই কেসে রাখার জন্য একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডও দেওয়া হচ্ছে। কিন্তু দাম খুবই কম। ফোন এবং ইয়ারবাড মিলিয়ে সমগ্র প্যাকেজটির দাম 4,999 টাকা। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে QVGA ডিসপ্লে, অডিও কন্ট্রোল বাটন, একটি UNISOC চিপ এবং বেশ বড় একটি ব্যাটারি।

দুই দিকেই অডিও কন্ট্রোল বাটন

Nokia 5710 XpressAudio ফোনে স্লিক এবং কম্প্যাক্ট ডিজ়াইন দেওয়া হয়েছে। গ্রিপ ভাল করার জন্য রয়েছে রাউন্ডেড শেপও। ডিসপ্লের ঠিক নীচেই রয়েছে T9 কিবোর্ড। দুই প্রান্তে রয়েছে অডিও কন্ট্রোল বাটন। ডিভাইসটিতে একটি 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লে। ডাইমেনশনের দিক থেকে ফোনটি 47.7mm পুরু এবং তার ওজন মাত্র 129.1 গ্রাম। কালো এবং সাদা এই দুটি রঙে অফার করা হবে ফোনটি।

0.3MP রিয়ার ক্যামেরা এবং ডিটাচেবল TWS ইয়ারবাড

এই Nokia 5710 XpressAudio ফোনটির রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে একটি 0.3MP ক্যামেরা। রয়েছে ডিটাচেবল TWS ইয়ারবাডস, যা এনভায়রনমেন্টাল নয়েজ় ক্যান্সেলেশন সাপোর্ট করে। পাশাপাশি ইউজাররা চাইলে MP3 মিউজিক স্টোর এবং প্লে করতে পারবেন।

ব্যাটারি 20 ঘণ্টা ব্যাকআপ দিতে পারে

Nokia 5710 XpressAudio ফোনে পারফরম্যান্সের জন্য UNISOC T107 প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে 48MB RAM এবং 128MB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। ফোনটিতে রয়েছে Nokia S30+ অপারেটিং সিস্টেম এবং বেশ বড় 1,450mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এক বার চার্জে এই ব্যাটারি 20 ঘণ্টার স্ট্যান্ডবাই টাইম এবং ছয় ঘণ্টার টক টাইম দিতে পারে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ব্লুটুথ 5.0, ডুয়াল-সিম এবং একটি মাইক্রো-USB পোর্ট।

19 সেপ্টেম্বর থেকে বিভিন্ন অনলাইন, অফলাইন চ্যানেলে এই Nokia 5710 XpressAudio ফোনটি ক্রয় করতে পারবেন ব্যবহারকারীরা।

Next Article