Nokia C12 Plus লঞ্চ হল মাত্র 7,999 টাকায়, 8MP ক্যামেরা, 4000mAh ব্যাটারি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 04, 2023 | 1:29 AM

Nokia C12 Plus ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 2GB RAM + 32GB স্টোরেজ মডেলের ফোনটির দাম ভারতে 7,999 টাকা। পারফরম্যান্সের জন্য রয়েছে Unisoc অক্টা-কোর প্রসেসর, চমৎকার 4000mAh ব্যাটারি এবং সফটওয়্যার হিসেবে Android 12 গো এডিশন অপারেটিং সিস্টেম।

Nokia C12 Plus লঞ্চ হল মাত্র 7,999 টাকায়, 8MP ক্যামেরা, 4000mAh ব্যাটারি
ফের সস্তার চমৎকার ফোন নিয়ে এল Nokia।

Follow Us

Nokia C12 Plus ভারতে লঞ্চ হয়ে গেল। এন্ট্রি-লেভেলের এই ফোনটি দেশে 8,000 টাকারও কম দামে নিয়ে আসা হয়েছে। এই Nokia C12 Plus-এ পারফরম্যান্সের জন্য রয়েছে Unisoc অক্টা-কোর প্রসেসর, চমৎকার 4000mAh ব্যাটারি এবং সফটওয়্যার হিসেবে Android 12 গো এডিশন অপারেটিং সিস্টেম। প্রসঙ্গত, গত জানুয়ারিতে সংস্থাটি ভারতে Nokia C12 লঞ্চ করেছিল। পরবর্তীতে মার্চেই আবার Nokia C12-এর একটি আপগ্রেডেড ভার্সন লঞ্চ করা হয়। এক মাস ঘুরতে না ঘুরতেই ফের একটি নতুন Nokia ফোন লঞ্চ করল HMD Global।

Nokia C12 Plus: দাম কত?

Nokia C12 Plus ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 2GB RAM + 32GB স্টোরেজ মডেলের ফোনটির দাম ভারতে 7,999 টাকা। একাধিক কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির- লাইট মিন্ট, চারকোল এবং ডার্ক সিয়ান। যদিও ফোনটি ভারতবাসীরা কবে থেকে ক্রয় করতে পারবেন, সে বিষয়ে সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি।

Nokia C12 Plus: স্পেসিফিকেশন, ফিচার

এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 720 X 1,520 পিক্সেলস। পারফরম্যান্সের দিক থেকে ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc প্রসেসর, যার সর্বাধিক ফ্রিকোয়েন্সি 1.6Hz।

ডিভাইসটিতে 2GB RAM + 32GB স্টোরেজ অপশন রয়েছে। চমৎকার কিছু ক্যামেরা ফিচার্সও রয়েছে এই ফোনের। ফোনের পিছনে রয়েছে একটি 8MP ক্যামেরা এবং সামনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

4000mAH ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে। কানেক্টিভিটি ফিচার্সের দিক থেকে রয়েছে Wi-Fi 802.11b/g/n, ব্লুটুথ 5.2, মাইক্রো-USB পোর্ট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক।

Next Article