Nokia C12 Plus ভারতে লঞ্চ হয়ে গেল। এন্ট্রি-লেভেলের এই ফোনটি দেশে 8,000 টাকারও কম দামে নিয়ে আসা হয়েছে। এই Nokia C12 Plus-এ পারফরম্যান্সের জন্য রয়েছে Unisoc অক্টা-কোর প্রসেসর, চমৎকার 4000mAh ব্যাটারি এবং সফটওয়্যার হিসেবে Android 12 গো এডিশন অপারেটিং সিস্টেম। প্রসঙ্গত, গত জানুয়ারিতে সংস্থাটি ভারতে Nokia C12 লঞ্চ করেছিল। পরবর্তীতে মার্চেই আবার Nokia C12-এর একটি আপগ্রেডেড ভার্সন লঞ্চ করা হয়। এক মাস ঘুরতে না ঘুরতেই ফের একটি নতুন Nokia ফোন লঞ্চ করল HMD Global।
Nokia C12 Plus: দাম কত?
Nokia C12 Plus ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 2GB RAM + 32GB স্টোরেজ মডেলের ফোনটির দাম ভারতে 7,999 টাকা। একাধিক কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির- লাইট মিন্ট, চারকোল এবং ডার্ক সিয়ান। যদিও ফোনটি ভারতবাসীরা কবে থেকে ক্রয় করতে পারবেন, সে বিষয়ে সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি।
Nokia C12 Plus: স্পেসিফিকেশন, ফিচার
এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 720 X 1,520 পিক্সেলস। পারফরম্যান্সের দিক থেকে ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc প্রসেসর, যার সর্বাধিক ফ্রিকোয়েন্সি 1.6Hz।
ডিভাইসটিতে 2GB RAM + 32GB স্টোরেজ অপশন রয়েছে। চমৎকার কিছু ক্যামেরা ফিচার্সও রয়েছে এই ফোনের। ফোনের পিছনে রয়েছে একটি 8MP ক্যামেরা এবং সামনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
4000mAH ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে। কানেক্টিভিটি ফিচার্সের দিক থেকে রয়েছে Wi-Fi 802.11b/g/n, ব্লুটুথ 5.2, মাইক্রো-USB পোর্ট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক।