AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nothing Phone 1 স্মার্টফোন সস্তায় কেনার দুর্দান্ত সুযোগ, লাগবে মাত্র 1026 টাকা

Nothing Phone 1 Offers: Nothing Phone (2) লঞ্চের আগে, Nothing Phone (1) ফ্লিপকার্ট বিগ সেভিং ডেস সেল থেকে কিনতে পারবেন। এই সুযোগ কোনও মতোই হাতছাড়া করলে চলবে না।

Nothing Phone 1 স্মার্টফোন সস্তায় কেনার দুর্দান্ত সুযোগ, লাগবে মাত্র 1026 টাকা
| Edited By: | Updated on: May 07, 2023 | 1:40 PM
Share

Nothing Phone 1 Price: ফ্লিপকার্ট বিগ সেভিং ডেস সেল শুরু হয়ে গিয়েছে। এতে আপনি অনেক ফোনের উপরই দুর্দান্ত সব ছাড় পেয়ে যাবেন। স্মার্টফোন থেকে শুরু করে জামা কাপড়, সব কিছুতেই বিরাট অফার দেওয়া হচ্ছে। এবার এই ই-কমার্স সাইটটিতে একটি ‘বেস্ট-সেলিং’ স্মার্টফোন অনেক কমে পেয়ে যাবেন। Nothing Phone (1)-এর উপর আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। Nothing Phone (2) লঞ্চের আগে, Nothing Phone (1) ফ্লিপকার্ট বিগ সেভিং ডেস সেল থেকে কিনতে পারবেন। বেশি দাম হওয়ায় অনেকের ইচ্ছে থাকলেও এত দিন কিনে উঠতে পারেননি। তবে এবার এই সুযোগ কোনও মতোই হাতছাড়া করলে চলবে না।

বর্তমানে ফ্লিপকার্টে 28,999 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও এতে আপনি 10,000 টাকা ছাড় পাবেন। আরও অনেক ব্যাঙ্ক অফারও রয়েছে। SBI ক্রেডিট কার্ড দিয়ে কিনলে 500 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ফলে এতে EMI-তেও কিনতে পারবেন। ছাড়ের পরে এই ফোনের দাম অনেকটাই কমে যাবে। ক্যাশব্যাক কুপন অফারও পাবেন। অর্থাৎ 40 হাজার টাকার Nothing Phone 1-এ আপনি 22 হাজার পর্যন্ত ছাড় পাবেন। আপনি প্রতি মাসে 1,026 টাকার ইএমআই দিয়ে এই ফোনটি কিনতে পারবেন। যদিও ফ্লিপকার্ট এটিতে একটি এক্সচেঞ্জ অফারও দিচ্ছিল। তবে সাইটটি এখন এই অফার সরিয়ে দিয়েছে।

কেনার আগে ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন:

Nothing Phone 1-এ একটি 6.55-ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 5 সুরক্ষা এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। The Nothing Phone (1)-এ Qualcomm Snapdragon 778G+ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও স্মার্টফোনটিতে একটি 4,500mAh ব্যাটারি রয়েছে, যা 33W দ্রুত চার্জিংয়ের সাপোর্ট করে।

এই ফোনে রয়েছে ক্লিন এবং সিম্পল ইন্টারফেস। এই ফোনে কোন ব্লটওয়ার নেই। ফোনে তিন বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। যা কম দামের ফোনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নাথিং ফোনে রয়েছে IP53 রেটিং। ফোনটি ওয়াটার প্রুফ নয়।