নতুন বছরের শুরুতেই Nothing Phone 2a আসছে, 50MP ক্যামেরা সঙ্গে 129Hz ডিসপ্লে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 28, 2023 | 8:21 PM

টিপস্টার যোগেশ ব্রার X প্ল্যাটফর্মে জানিয়েছেন, 2024 সালের প্রথম দিকেই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রসঙ্গত, মোবাইল কংগ্রেস আয়োজিত হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। ব্রার এই ফোনের দাম সম্পর্কেও একটা ধারণা করেছেন। তাঁর দাবি এই ফোনের দাম হতে পারে 400 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 33,200 টাকা।

নতুন বছরের শুরুতেই Nothing Phone 2a আসছে, 50MP ক্যামেরা সঙ্গে 129Hz ডিসপ্লে
নতুন ফোন নিয়ে আসছে নাথিং।

Follow Us

একটি নতুন Nothing ফোন নিয়ে জোর চর্চা চলছে, যার নাম Nothing Phone 2a। গত কয়েক দিন ধরে এই ফোনের একাধিক তথ্য লিক হয়েছে। যদিও সত্যিই এই ফোন বাজারে আসছে কি না, বা তা নিয়ে Nothing-এর তরফ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এক্কেবারে সাম্প্রতিকতম একটি লিক থেকে Nothing Phone 2aর ক্যামেরা এবং ডিসপ্লের মতো একাধিক জরুরি স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেল।

টিপস্টার যোগেশ ব্রার X প্ল্যাটফর্মে জানিয়েছেন, 2024 সালের প্রথম দিকেই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রসঙ্গত, মোবাইল কংগ্রেস আয়োজিত হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। ব্রার এই ফোনের দাম সম্পর্কেও একটা ধারণা করেছেন। তাঁর দাবি এই ফোনের দাম হতে পারে 400 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 33,200 টাকা।

ফোনটির প্রোডাকশন ভ্যালিডেশন টেস্টের সময় কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গিয়েছে, আগের দুটো ফোনের থেকে এক্কেবারে আলাদা ব্যাক প্যানেল থাকছে Nothing Phone 2aতে। সেই ব্যাক প্যানেলটি নতুন লুক পেয়েছে ঠিকই, তবে তার ক্যামেরা প্যানেল আগের মতো একই থাকছে। গ্লিফ ইন্টারফেস দেওয়া হচ্ছে এই ফোনেও। যদিও তা একটু অন্য ভাবে সাজানো হচ্ছে।

এর আগের একাধিক লিক অনুযায়ী, Nothing Phone 2aতে থাকতে পারে একটি OLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট 120Hz। মূলত, মিড-রেঞ্জ ফোনের ক্ষেত্রে এই ধরনের ডিসপ্লে দেখা যায়। স্ক্রিনের সাইজ় সম্পর্কেও একটা ধারণা পাওয়া গিয়েছে। 6.7 ইঞ্চির স্ক্রিন দেওয়া হচ্ছে এই ফোনে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসরের সাহায্যে।

চিপসেটটি পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে থাকছে Android 14 ভিত্তিক অপারেটিং সিস্টেম। ক্যামেরা সেটআপের দিক থেকে ফোনটিতে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 50MP।

Next Article