ওয়ানপ্লাস ১০আর (OnePlus 10R) ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে। ওয়ানপ্লাস (OnePlus) আর সিরিজের এই প্রিমিয়াম ফোন গত সপ্তাহেই দেশে লঞ্চ হয়েছে। এই ফোনের মূল আকর্ষণ হল এখানে রয়েছে ফাস্ট চার্জিং টেকনোলজি। ওয়ানপ্লাস সংস্থা দাবি করেছে তাদের ওয়ানপ্লাস ১০আর ফোন ভারতের ফাস্টেস্ট চার্জিং স্মার্টফোন। ওয়ানপ্লাস ১০আর ফোনের একটি ভ্যারিয়েন্টে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে ১ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৩২ মিনিট। অন্য ভ্যারিয়েন্টে রয়েছে ১৫০ ওয়াটের সুপার VOOC চার্জিং ফিচার, Endurance Edition। এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনে ১ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগে ১৭ মিনিট। এই ফোনের বাক্সেই রয়েছে ১৫০ ওয়াটের অ্যাডাপ্টার।
ওয়ানপ্লাস ১০আর ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা। এই মডেলে রয়েছে ৮০ ওয়াটের সুপার VOOC চার্জিং সাপোর্ট। এই ফোনেরই ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৪২,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস ১০আর ৫জি Endurance Edition- এর ফোনে ১৫০ ওয়াটের সুপার VOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনে রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। আর এই কনফিগারেশনের মডেলের দাম ৪৩,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের ৮০ ওয়াট চার্জিং সাপোর্টের মডেল লঞ্চ হয়েছে ফরেস্ট গ্রিন এবং সিয়েরা ব্ল্যাক রঙে। আর ১৫০ ওয়াটের চার্জিং ফিচার সহ ফোনটি শুধুমাত্রে সিয়েরা ব্ল্যাক রঙে লঞ্চ হয়েছে।
ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের স্পেসিফিকেশন
ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া, ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট OnePlus.in এবং ওয়ানপ্লাস স্টোর থেকে এই ফোন কেনা যাবে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড থাকলে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পাবেন।