OnePlus 11 5G Price in India: অবশেষে OnePlus 11 5G ফোনটি গতকাল (4 জানুয়ারি) চিনে লঞ্চ করেছে। তবে এবার ওয়ানপ্লাস সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী 7 ফেব্রুয়ারি ভারতে ফোনটি লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত। এর পাশাপাশি iQOO ফোনটি 10 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করবে। উভয় ফোনেই নতুন Qualcomm Snapdragon 8 Gen SoC ব্যবহার করা হয়েছে। চলুন তাহলে চিনে সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাস 11-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
OnePlus 11 5G-এর দাম ও লভ্যতা:
ওয়ানপ্লাস 11 5G তিনটি স্টোরেজ অপশনে চীনে এসেছে- 12 GB র্যাম + 256 GB স্টোরেজ, 16 GB র্যাম + 256 GB স্টোরেজ এবং 16 GB র্যাম + 512 GB স্টোরেজ। এই মডেলগুলির দাম যথাক্রমে 3,999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 47,9000 টাকা), 4,399 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 52,700 টাকা) এবং 4,899 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 58,700 টাকা)। এটি এমেরাল্ড গ্রীন ও ভলক্যানিক ব্ল্যাক-এই দুই কালার অপশনে রয়েছে।
OnePlus 11-এর স্পেসিফিকেশন ও ফিচার:
OnePlus 11-এ 6.7 ইঞ্চির E4 AMOLED LTPO 3.0 ডিসপ্লে রয়েছে, যা 3,216 x 1,440 পিক্সেলের কোয়াড-এইচডি+ রেজোলিউশন, 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট রয়েছে। সর্বাধিক 16GB পর্যন্ত এলপিডিডিআর5X র্যাম এবং 512 GB পর্যন্ত ইউএফএস 4.0 স্টোরেজ যুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 11-এ 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য, OnePlus 11-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 48 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 32 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা রয়েছে। সেলফির জন্য, ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। OnePlus 11-এর চিনা সংস্করণটিতে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ColorOS 13 কাস্টম স্কিন রয়েছে। এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এছাড়া একটি আইপি54-রেটেড ডিভাইস যার সামনে এবং পিছনে গরিলা গ্লাস 5 রয়েছে।