OnePlus Nord 3 5G ও Nord CE3 5G লঞ্চ হল ভারতে, দাম-ফিচার্স দেখে নিন

নতুন প্রডাক্ট তিনটি হল OnePlus Nord 3 5G, OnePlus Nord CE3 5G এবং OnePlus Nord Buds 2R। এদের মধ্যে Nord 3-এর দাম 33,999 টাকা এবং Nord CE3 5G ফোনটির দাম 26,999 টাকা। অন্য দিকে Nord Buds 2R ইয়ারবাডটির দাম 2,199 টাকা। এই ফোন দুটি এবং ইয়ারবাডটির ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

OnePlus Nord 3 5G ও Nord CE3 5G লঞ্চ হল ভারতে, দাম-ফিচার্স দেখে নিন
কম দামে বাম্পার OnePlus Nord সিরিজ়ের নতুন দুই ফোন হাজির।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 2:58 PM

বুধবার ভারতের বাজারে একসঙ্গে তিনটি ডিভাইস লঞ্চ করল OnePlus। নতুন ওয়ানপ্লাস ডিভাইসগুলির মধ্যে দুটি মোবাইল এবং একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাড। একটি ভার্চুয়াল ইভেন্টে নতুন ডিভাইসগুলির পর্দা উন্মোচিত হয়েছে। নতুন প্রডাক্ট তিনটি হল OnePlus Nord 3 5G, OnePlus Nord CE3 5G এবং OnePlus Nord Buds 2R। এদের মধ্যে Nord 3-এর দাম 33,999 টাকা এবং Nord CE3 5G ফোনটির দাম 26,999 টাকা। অন্য দিকে Nord Buds 2R ইয়ারবাডটির দাম 2,199 টাকা। এই ফোন দুটি এবং ইয়ারবাডটির ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

OnePlus Nord 3 5G

দুটি স্টোরেজ ভার্সনে ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে। সেই মডেল দুটি হল 8GB RAM + 128 GB এবং 16GB RAM + 256 GB। মিস্টি গ্রিন এবং টেম্পটেস্ট গ্রে এই দুই কালার অপশনে ফোন দুটি পাওয়া যাবে। ফোনটিতে রয়েছে 17.12 সেন্টিমিটারের 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 Hz। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের ফোনটিতে প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 50MP Sony IMX890 ক্যামেরা।

ফোনটির 8GB RAM + 128 GB এবং 16GB RAM + 256 GB স্টোরেজ মডেল দুটির দাম হল 33,999 টাকা এবং 37,999 টাকা।

OnePlus Nord CE3 5G

অ্যাকোয়া সার্জ এবং গ্রে শিমার এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে। OnePlus Nord CE3 5G ফোনের দুই স্টোরেজ ভ্যারিয়েন্ট 8GB RAM+128GB এবং 16GB RAM+256 GB স্টোরেজ, যাদের দাম যথাক্রমে 26,999 টাকা এবং 28,999 টাকা।

এই ফোনেও রয়েছে একটি 17.02 সেন্টিমিটারের 120 Hz Fluid AMOLED ডিসপ্লে। শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে 50 MP Sony IMX890 ক্যামেরা। সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android™ 13 ভিত্তিক OxygenOS 13.1 দ্বারা চালিত এই ফোন।

OnePlus Nord Buds 2R

OnePlus একটি চমৎকার ওয়্যারলেস ইয়ারবাডও নিয়ে এসেছে, যার নাম Nord Buds 2R। এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের দাম 2,199 টাকা। ডিপ গ্রে এবং ট্রিপল ব্লু এই দুই রঙে ইয়ারবাডটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। 12.4mm এক্সট্রা লার্জ ড্রাইভারের পাশাপাশি ইয়ারবাডটিতে রয়েছে ডুয়াল মিক এবং AI Clear Call অ্যালগোরিদম রয়েছে। দুর্ধর্ষ ব্যাটারিও রয়েছে। 38 ঘণ্টার প্লেব্যাক টাইম দিতে পারে। IP55 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজ়িস্ট্যান্ট এই ইয়ারবাড ওজনেও খুব হাল্কা।