সপ্তাহ বাদে লঞ্চ হবে OnePlus Nord CE 3 Lite, তার আগেই ফাঁস হল দাম

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 28, 2023 | 2:44 PM

OnePlus Nord CE 3 Lite Launch Date: OnePlus Nord CE 3 Lite 5G-এর 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টার দাম হবে 27,999 টাকা।

সপ্তাহ বাদে লঞ্চ হবে OnePlus Nord CE 3 Lite, তার আগেই ফাঁস হল দাম

Follow Us

OnePlus Nord CE 3 Lite Price: বর্তমানে বেশ কয়েকদিন ধরেই OnePlus Nord CE 3 Lite ফোনটি চর্চিত বিষয় হয়ে রয়েছে। তবে এখনও কয়েকটি দিন বাকি আছে এই ফোন বাজারে আসতে। 4 এপ্রিল ফোনটি ভারতে লঞ্চ হবে। কিন্তু তার আগেই OnePlus Nord CE 3 Lite-এর দাম ভারতে কত হবে, তা ফাঁস হয়েছে। শুধু দামই নয়, নতুন ফোনের ডিজাইনও ইতিমধ্যেই OnePlus প্রকাশ করেছে। নতুন OnePlus Nord CE 3 Lite দু’টি রঙয়ে বাজারে আসতে চলেছে। 2022-এ OnePlus Nord CE 2 Lite 5G ছিল OnePlus-এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন। এই নতুন ফোনটির কতটা সাশ্রয়ী হবে, তা দেখে নেওয়া যাক। টিপস্টার Pricebaba-এর মতে, OnePlus Nord CE 3 Lite 5G-এর 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টার দাম হবে 27,999 টাকা। টিপস্টার তার প্রতিবেদনে আরও অনেক তথ্য় উল্লেখ করেছে। এই নতুন ফোনটি ভারতে লঞ্চের আগেই ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন।

OnePlus Nord CE 3 Lite 5G-এর স্পেসিফিকেশন:

রিপোর্ট অনুযায়ী, OnePlus Nord CE 3 Lite 5G-তে একটি 6.7-ইঞ্চি FHD + 120Hz LCD ডিসপ্লে থাকতে পারে। ফোনটি Android 13 ভিত্তিক OxygenOS 13-এ চলতে পারে। এটিতে 1,800 x 2,400 পিক্সেল রেজোলিউশনের একটি LCD ডিসপ্লে থাকতে পারে। স্মার্টফোনটি Snapdragon 695 5G SoC চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে 67W চার্জিং সহ একটি বিশাল 5,000mAh ব্যাটারি থাকতে পারে। এছাড়াও, সর্বশেষ স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 695 5G চিপসেট ব্য়বহার করা হয়েছে। স্মার্টফোনটি 8GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ সহ আসতে পারে।

OnePlus Nord CE 3 Lite 5G-এর ক্যামেরা:

OnePlus Nord CE 3 Lite 5G-তে 108-মেগাপিক্সেল সেন্সর, একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে বলেও বলা হয়েছে। এটিতে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও থাকতে পারে। এটি একটি 5,000mAh ব্যাটারি দ্বারা 67W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে কানেকশনের ক্ষেত্রে, এটি Wi-Fi AC, Bluetooth 5.1, ডুয়াল সিম সাপোর্ট এবং অন-বোর্ড NFC সহ আসবে বলে আশা করা হচ্ছে।

Next Article