OnePlus Open স্মার্টফোনের লঞ্চ ডেট ফাইনাল, ফোল্ডেবল ফোন পেতে সবুর সইছে না ক্রেতাদের

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 13, 2023 | 10:16 AM

OnePlus Open Features: ফোনটির ভিতরের ডিসপ্লে 7.82 ইঞ্চি OLED স্ক্রিন হবে, যা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনের বাইরের অংশে একটি 6.31 ইঞ্চি OLED স্ক্রিন দেওয়া হবে এবং আপনি এই স্ক্রিনটি 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

OnePlus Open স্মার্টফোনের লঞ্চ ডেট ফাইনাল, ফোল্ডেবল ফোন পেতে সবুর সইছে না ক্রেতাদের

Follow Us

হ্যান্ডসেট নির্মাতা OnePlus Open-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বেশ কয়েকদিন আগেই বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার হাতে দেখা গিয়েছিল। তারপর থেকেই মানুষের মনে বিরাট আগ্রহ তৈরি করেছিল এই OnePlus Open ফোল্ডেবল স্মার্টফোন। তবে এবার ফোনটি গ্রাহকদের জন্য খুব শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে। এই আসন্ন স্মার্টফোনের বিষয়ে এখনও পর্যন্ত অনেক রিপোর্ট এসেছে এবং কোম্পানি OnePlus Open এর লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। এই OnePlus মোবাইলটি আগামি সপ্তাহে ভারতে লঞ্চ হবে।


মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে লঞ্চের তারিখ জানিয়েছে কোম্পানিটি। চলতি মাসের 19 তারিখ অর্থাৎ 19 অক্টোবর এই ফোনটি বাজারে আনা হবে। OnePlus-এর এই ফোনটি Samsung, Motorola এবং Techno-এর মতো কোম্পানিগুলির ফোল্ডেবল ফোনগুলিকে টেক্কা দিতে পারবে কি না এখন সেটাই দেখার।

OnePlus Open-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার:

OnePlus-এর তরফে জানানো হয়েছে, এই আসন্ন OnePlus স্মার্টফোনটি আগামী সপ্তাহে 19 অক্টোবর সন্ধ্যা 7:30 টায় মুম্বাইয়ে লঞ্চ হবে। কোম্পানির এই প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের সমস্ত ফিচার এখনও অবধি জানা যায়নি। তবে ফোনটির ভিতরের ডিসপ্লে 7.82 ইঞ্চি OLED স্ক্রিন হবে, যা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনের বাইরের অংশে একটি 6.31 ইঞ্চি OLED স্ক্রিন দেওয়া হবে এবং আপনি এই স্ক্রিনটি 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ক্যামেরা সেটআপের কথা বললে, ফোনে তিনটি ক্যামেরা দেওয়া যেতে পারে, 48 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড-এঙ্গেল লেন্স, 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর। ফোনটি গিকবেঞ্চ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।সার্টিফিকেশন সাইটের তালিকা অনুযায়ী, ওয়ানপ্লাস ফোল্ডিং ফোনে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট রয়েছে এবং গতির জন্য 12 জিবি র‌্যাম দেওয়া হয়েছে। এছাড়াও এতে সহজেই মাল্টিটাস্কিং করতে পারবেন। কোনও রকম সমস্যা হবে না বলেই দাবি কোম্পানিটির। অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করা এই ফোনটিতে একটি 4805 mAh ব্যাটারি রয়েছে, যা 100 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

 

Next Article