Oppo A78 Features: চিনা স্মার্টফোন নির্মাতা Oppo আজ অর্থাৎ 1 অগাস্ট ভারতে একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি একক স্টোরেজ ভ্যারিয়েন্টে Oppo A78 স্মার্টফোন লঞ্চ করেছে। এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। ফোনটি বাজারে আসার অপেক্ষায় বহু মানুষই ছিলেন। তার সব থেকে বড় কারণ হল ফোনটি অনেক কম দামে আনা হয়েছে। আপনি কোথা থেকে এই ফোন কিনতে পারবেন? আপনি Oppo এবং Flipkart-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এটি কিনতে পারবেন। ফোনটিতে 67W ফাস্ট চার্জিং সহ একটি 5000 mAh ব্যাটারি, Snapdragon 680 SoC এবং একটি 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। চলুন সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
Oppo A78-এর দাম:
কোম্পানি 8 GB RAM ও 128GB ভ্যারিয়েন্টে Oppo A78 স্মার্টফোন লঞ্চ করেছে। এর দাম 17,999 টাকা। কোম্পানি SBI, BOB এবং Kotak Mahindra কার্ডে 10% ছাড় দিচ্ছে। আপনি এই নতুন ফোনটি সবুজ এবং কালো রঙে কিনতে পারবেন।
ফিচার ও স্পেসিফিকেশন:
ফোনটিতে একটি 6.4-ইঞ্চি FHD প্লাস ডিসপ্লে পাওয়া যায়, যা 90hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার একটি 50MP মেন ক্যামেরা এবং একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। ফোনের সামনে আপনি একটি 8MP ক্যামেরা পাবেন। Snapdragon 680 প্রসেসর এবং 5000 mAh ব্যাটারি 67 ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন। কোম্পানির দাবি, এই ফোনটি মাত্র 30 মিনিটে 73% পর্যন্ত চার্জ হয়ে যায় এবং প্রায় 45 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।
এছাড়াও আজ অর্থাৎ 1 অগাস্ট Xiaomi এবং Motorola তাদের নিজ নিজ 4G ফোন বাজারে লঞ্চ করেছে। কোম্পানি 2 ভ্যারিয়েন্টে Redmi 12 লঞ্চ করেছে, যার মধ্যে 6/128GB ভ্যারিয়েন্টের দাম 8,999 টাকা এবং 6 জিবি ব়্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,499 টাকা। Motorola-এর 8 GB ব়্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। দু’টি ফোনেই 5000 mAh ব্যাটারি এবং 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে।