Oppo Reno 10 Price: ভারতীয় বাজারে Oppo স্মার্টফোনের জনপ্রিয়তা তুঙ্গে। একের পর এক উন্নত ফিচারের স্মার্টফোন লঞ্চ করে চলেছে Oppo। এবার Oppo তাদের নতুন স্মার্টফোন সিরিজ Reno 10 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছ। এই সিরিজ়টি শীঘ্রই স্মার্টফোন বাজারে প্রবেশ করতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই সিরিজে তিনটি স্মার্টফোন থাকবে। সেগুলি হল- Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ 5G। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এগুলি প্রথমে চীনে লঞ্চ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে যে, চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারতে এই সিরিজ়টি চালু করা হবে। Reno 10 সিরিজের লঞ্চের আগেই, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) এই সিরিজে়র কিছু মডেলের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন একটি চাইনিজ মাইক্রোব্লগিং ওয়েবসাইটে। তবে চলুন জেনে নেওয়া যাক এই সিরিজে বিশেষ কী-কী থাকছে।
Oppo Reno 10 সিরিজের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন:
ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যে, এর বেস ভেরিয়েন্টে একটি 6.7-ইঞ্চি ফুল HD + OLED ডিসপ্লে সহ একটি 32 এমপি সেলফি ক্যামেরা এবং পিছনে 2x পোর্ট্রেট লেন্স দেওয়া হবে। অন্যদিকে, Reno 10 Pro+ 5G তে, OPPO 1,220X2,712 পিক্সেল রেজোলিউশন সহ 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এটিতে Sony এর IMX890 চিপসেটের সঙ্গে একটি 50 এমপি সেন্সর রয়েছে।
এই সিরিজের টপ-এন্ড ভেরিয়েন্ট অর্থাৎ Reno 10 Pro + 5G-তে 80W এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 4,600mAh ব্যাটারি থাকবে। এছাড়াও, এটিতে একটি পিছনের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে একটি 8 এমপি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা থাকবে।
অন্য়দিকে, চলতি বছরের 3 ফেব্রুয়ারি ভারতে Oppo Reno 8T 5G বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। Reno 8T 5G ফোনটিআপনি বিখ্যাত ই-কমার্স সাইট Flipkart-থেকে কিনতে পারবেন। Oppo Reno 8T 5G 10-এর দাম 26,999 টাকা। এই ফোনে অনেক অফারও দেওয়া হচ্ছে। Oppo ফোনের বিনিময়ে 3000 টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। Oppo Reno 8T 5G কিনতে আপনার Oppo ফোন বিনিময় করলে আপনি 3000 টাকা ছাড় পেতে পারেন। এছাড়াও, Oppo Reno 8T কেনার ক্ষেত্রে 6 মাসের জন্য নো কস্ট ইএমআই বিকল্পও পাবেন।