ওপ্পো রেনো ৮ ফোন (Oppo Reno 8) ভারতে লঞ্চ হতে পারে জুন মাসের শেষে। শোনা যাচ্ছে, এই ফোনে (Oppo Reno 8 Series) একটি স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর (Snapdragon 7 Gen 1 Processor) থাকতে পারে। চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থা উইবোতে এক জনপ্রিয় টিপস্টার এই তথ্য ফাঁস করেছেন। শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ৮ ফোনে ৬.৫৫ ইঞ্চির একটি OLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারিও থাকতে পারে। তার সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। টিপস্টার মুকুল শর্মাও আভাস দিয়েছেন যে ওপ্পো রেনো ৮ সিরিজে দুটো ফোন লঞ্চ হতে পারে। জুন মাসের শেষে এই দুই ফোন ভারতের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। টুইটারে এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কেও আভাস দিয়েছেন তিনি।
ওপ্পো রেনো ৮ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
ওপ্পো রেনো ৮ ফোনের ক্ষেত্রে টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে LPDDR5 র্যাম এবং UFS 3.1 স্টোরেজ যুক্ত থাকতে পারে। এই ফোনে একটি ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ফুল এইচডি রেসোলিউশনের ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। ক্যামেরার ফিচারের ক্ষেত্রে ওপ্পো রেনো ৮ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের সোনি IMX766 প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো/ডেপথ লেন্স রয়েছে। এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও থাকতে পারে।
এর আগে ওপ্পো রেনো ৮ সম্পর্কে যেসব সম্ভাব্য ফিচারের কথা প্রকাশ্যে এসেছিল সেখানে বলা হয়েছিল এই ফোনে একটি ফ্ল্যাট স্ক্রিন থাকতে পারে। তার উপর একটি হোল পাঞ্চ স্লট থাকতে পারে স্ক্রিনের বাঁদিকের কোণে। সেখানে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের পিছনের অংশে একটি আয়তাকার ক্যামেরা মডিউল থাকতে পারে। এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ওপ্পো রেনো ৮ ফোন কালো, নীল এবং রুপোলি রঙে লঞ্চ হতে পারে ভারতে। যদিও জুন মাসের শেষের দিকে এই ফোন লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। আর ওপ্পো রেনো ৮ সিরিজের মধ্যে কোন কোন মডেল লঞ্চ হতে পারে সে ব্যাপারেও এখনও কিছু জানা যায়নি।