সস্তার Poco C51 ভারতে আসছে 7 এপ্রিল, নজরে এই সব জরুরি ফিচার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 05, 2023 | 12:18 PM

Poco C51 Price: ফোনটির জন্য আপনাকে এখনও হাতে গোনা কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। এই ফোনটি 7 এপ্রিল ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।

সস্তার Poco C51 ভারতে আসছে 7 এপ্রিল, নজরে এই সব জরুরি ফিচার

Follow Us

Poco C51 Features: Poco C51-কে ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিতে শুরু করেছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi। তবে এই নতুন ফোনটির জন্য আপনাকে এখনও হাতে গোনা কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। এই ফোনটি 7 এপ্রিল ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। Xiaomi-এর সাব-ব্র্যান্ড Poco ফ্লিপকার্টের মাধ্যমে জানিয়েছে যে, তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন আসতে চলেছে। তবে এখন ওয়েবসাইট থেকে ফোনের তালিকা সরিয়ে নিয়েছে কোম্পানিটি। তালিকা থেকে জানা যায় যে, Poco C51 একটি 6.52-ইঞ্চি ডিসপ্লে এবং MediaTek Helio G36 প্রসেসর দেওয়া হবে। একই সময়ে, ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং 7GB পর্যন্ত RAM থাকবে।

Poco C51-এর সম্ভাব্য দাম:

Poco C51 একটি রিব্র্যান্ডেড Redmi A2+ হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি সম্প্রতি দেশীয় বাজারে আনা হয়েছে। ফোনটির দাম 10 হাজারের কম। অর্থাৎ এমন ধরা যেতে পারে যে, Poco C51-ও কম দামে অফার করা হবে।

Poco C51-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:

Poco C51-এর বিজ্ঞাপন Flipkart-এ দেখা গিয়েছে। তবে, তালিকাটি এখন ই-কমার্স ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। তালিকার স্ক্রিনশট ফোনটির লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন বিভিন্ন টিপস্টার প্রকাশ করছে। ফোনটি আনুষ্ঠানিকভাবে 7 এপ্রিল দুপুর 12 টায় লঞ্চ করা যেতে পারে।

তালিকা অনুযায়ী, ফোনটিতে Android 13 (Go Edition) দেওয়া হবে। ফোনটিতে একটি 6.52-ইঞ্চি ডিসপ্লে থাকবে, যাতে একটি পাঞ্চ-হোল কাটআউটের ডিজ়াইন দেওয়া হবে । ফোনটিতে MediaTek Helio G36 প্রসেসর এবং 4 GB RAM সাপোর্ট করা হবে। RAM-কে 7 GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Poco C51-এর ক্যামেরা এবং ব্যাটারি প্রসঙ্গে বললে, ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটিতে একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং AI সেকেন্ডারি ক্যামেরা থাকবে। Poco C51-এ সিকিউরিটির জন্য রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাওয়া যাবে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকবে। অর্থাৎ বুঝতেই পারছেন, কম দাম হওয়া সত্বেও এই ফোনে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে।

Next Article