Realme 10-এ থাকছে 90Hz AMOLED ডিসপ্লে ও 50MP ক্যামেরা, 9 নভেম্বর লঞ্চের আগে প্রকাশ্যে অনেক তথ্য

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 04, 2022 | 9:26 AM

Realme 10 4G Specs And Features: 9 নভেম্বর লঞ্চ করছে Realme 10 সিরিজ়। আর সেই ফোন লঞ্চের আগে তার একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে জানালেন সংস্থার CEO মাধব শেঠ।

Follow Us

Realme 10 Series এর ফোন লঞ্চ করতে চলেছে 9 নভেম্বর। বিগত বেশ কিছু দিন ধরে এই ফোনের একাধিক তথ্য টিজ় করে চলেছে সংস্থাটি। এবার Realme CEO মাধব শেঠ ফোনটির ক্যামেরা থেকে শুরু করে চিপসেট, ব্যাটারি সহ খুঁটিনাটি তথ্য শেয়ার করলেন। আর সেই সব তথ্য সিরিজ়ের ভ্যানিলা মডেলের জন্য অর্থাৎ Realme 10 এর। এই সিরিজ়ের আরও একাধিক মডেলের তথ্য সম্পর্কে জানা যাবে 5 নভেম্বর। এখন এই ভ্যানিলা Realme 10 ফোনটিতে কী কী থাকছে, সেগুলিই একবার দেখে নেওয়া যাক।

GSMArena-র রিপোর্ট অনুযায়ী, Realme 10 ফোনে পারফরম্যান্সের জন্য একটি MediaTek Helio G99 প্রসেসর দেওয়া হচ্ছে, যা পেয়ার করা থাকবে 8GB পর্যন্ত RAM এর সঙ্গে। Realme-র ডায়নামিক RAM প্রযুক্তি থাকার ফলে অব্যবহৃত স্টোরেজ থেকে 8GB নিয়ে RAM হিসেবে ব্যবহার করা যাবে।

Realme 10 4G মডেলে থাকছে 90Hz সুপার AMOLED ডিসপ্লে। মাধব শেঠ জানিয়েছেন, Realme 9-এ যেমন 108MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছিল, সেই ক্যামেরা Realme 10 4G ফোনে দেওয়া হচ্ছে না। তার পরিবর্তে এতে থাকছে 50 MP ক্যামেরা। সেই 50MP সেন্সর তুলনামূলক ফলাফল প্রদান করবে বলেও তিনি উল্লেখ করেছেন।

Realme 10 ফোনের সামনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হবে। পাশাপাশি থাকছে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সবথেকে উল্লেখযোগ্য দিকটি হল ফোনটি লাইট পার্টিকল ডিজ়াইন পেয়েছে এবং স্লিম ফর্ম ফ্যাক্টরের সেই ফোন 7.95mm থিক এবং ওজন মাত্র 178 গ্রাম।

Realme 10 Series এর ফোন লঞ্চ করতে চলেছে 9 নভেম্বর। বিগত বেশ কিছু দিন ধরে এই ফোনের একাধিক তথ্য টিজ় করে চলেছে সংস্থাটি। এবার Realme CEO মাধব শেঠ ফোনটির ক্যামেরা থেকে শুরু করে চিপসেট, ব্যাটারি সহ খুঁটিনাটি তথ্য শেয়ার করলেন। আর সেই সব তথ্য সিরিজ়ের ভ্যানিলা মডেলের জন্য অর্থাৎ Realme 10 এর। এই সিরিজ়ের আরও একাধিক মডেলের তথ্য সম্পর্কে জানা যাবে 5 নভেম্বর। এখন এই ভ্যানিলা Realme 10 ফোনটিতে কী কী থাকছে, সেগুলিই একবার দেখে নেওয়া যাক।

GSMArena-র রিপোর্ট অনুযায়ী, Realme 10 ফোনে পারফরম্যান্সের জন্য একটি MediaTek Helio G99 প্রসেসর দেওয়া হচ্ছে, যা পেয়ার করা থাকবে 8GB পর্যন্ত RAM এর সঙ্গে। Realme-র ডায়নামিক RAM প্রযুক্তি থাকার ফলে অব্যবহৃত স্টোরেজ থেকে 8GB নিয়ে RAM হিসেবে ব্যবহার করা যাবে।

Realme 10 4G মডেলে থাকছে 90Hz সুপার AMOLED ডিসপ্লে। মাধব শেঠ জানিয়েছেন, Realme 9-এ যেমন 108MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছিল, সেই ক্যামেরা Realme 10 4G ফোনে দেওয়া হচ্ছে না। তার পরিবর্তে এতে থাকছে 50 MP ক্যামেরা। সেই 50MP সেন্সর তুলনামূলক ফলাফল প্রদান করবে বলেও তিনি উল্লেখ করেছেন।

Realme 10 ফোনের সামনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হবে। পাশাপাশি থাকছে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সবথেকে উল্লেখযোগ্য দিকটি হল ফোনটি লাইট পার্টিকল ডিজ়াইন পেয়েছে এবং স্লিম ফর্ম ফ্যাক্টরের সেই ফোন 7.95mm থিক এবং ওজন মাত্র 178 গ্রাম।

Next Article