Realme 11 Pro Plus Price: জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Realme চলতি সপ্তাহে ভারতে তার Realme 11 Pro Plus লঞ্চ করেছে। এই ফোনটি 30 হাজার টাকার মধ্যেই বাজারে আনা হয়েছে। এদিকে Samsung Galaxy F54ও একই দামে লঞ্চ হয়েছে। দু’টি ফোনই দুর্দান্ত স্পেসিফিকেশন এবং ক্যামেরা দেওয়া হয়েছে। Realme 11 Pro Plus-এ রয়েছে 200 মেগাপিক্সেল এবং Samsung Galaxy F54 এ রয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। দাম একই, কিন্তু ফিচারে অনেক পার্থক্য রয়েছে। ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে কে কাকে টেক্কা দিচ্ছে? চলুন জেনে নেওয়া যাক।
Realme 11 Pro Plus বনাম Samsung Galaxy F54: দাম
Realme 11 Pro Plus Astral Black, Sunrise Beige এবং Oasis Green কালার অপশনে বাজারে এসেছে। ফোনটির দাম 27,999 টাকা। এই দামে 8/256 GB ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। Samsung Galaxy F54 Meteor Blue এবং Stardust Silver রঙে পাবেন। 128 GB স্টোরেজ ও 8 GB RAM-এর দাম 27,999 টাকা।
ডিসপ্লে এবং প্রসেসর কার বেশি ভাল?
Realme 11 Pro Plus-এ একটি 6.7-ইঞ্চি FullHD+ কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে সহ 120 Hz রিফ্রেশ রেট এবং Dolby Atmos-সাপোর্ট করে। ফোনটিতে MediaTek Dimensity 7050 প্রসেসর, Android 13 ভিত্তিক Realme UI 4.0, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং স্টেরিও স্পিকার রয়েছে। Samsung Galaxy F54-এ রয়েছে একটি 6.7-ইঞ্চি HD Plus সুপার AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট এবং সুরক্ষার জন্য Gorilla Glass 5 ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 5nm Exynos 1380 প্রসেসর পাওয়া যাচ্ছে। ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন।
ক্যামেরার দিক থেকে কে এগিয়ে?
Realme 11 Pro Plus-এ রয়েছে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (OIS), 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনটিতে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। আর অন্যদিকে, Samsung Galaxy F54-এ রয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স(OIS), 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন।
ব্যাটারির পার্থক্য:
Realme 11 Pro Plus 100W ফাস্ট চার্জিং সহ একটি 5,000mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। Samsung Galaxy F54 একটি 6000mAh ব্যাটারি প্যাক রয়েছে, যাতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।