Realme Offer: নজরকাড়া অফার! Realme-র এই স্মার্টফোন কিনলে 5000 টাকার স্মার্টওয়াচ একেবারে ফ্রি!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 05, 2023 | 5:59 PM

Realme 11 Pro Series Offer: Realme 11 Pro সিরিজের স্মার্টফোনটি 8 জুন বাজারে লঞ্চ হবে। এই সিরিজে কোম্পানি দু'টি স্মার্টফোন নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে Realme 11 Pro এবং Realme 11 Pro+। চলুন জেনে নেওয়া যাক আপনি কীভাবে এই সুযোগ পাবেন।

Realme Offer: নজরকাড়া অফার! Realme-র এই স্মার্টফোন কিনলে 5000 টাকার স্মার্টওয়াচ একেবারে ফ্রি!

Follow Us

Free Smartwatch: কোনও জিনিসের সঙ্গে অফার ছাড়াও যদি ফ্রিতে কিছু পাওয়া যায়, সেই সুযোগ আর কে-ই বা হাতছাড়া করতে চায়। আপনি যদি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে 2 দিন অপেক্ষা করে যান। 2 দিন পরে আপনি আপনার মোবাইলের সঙ্গে একটি স্মার্টওয়াচও পেয়ে যাতে পারেন। অর্থাৎ স্মার্টওয়াচ কেনার জন্য আর আলাদা করে আপনাকে টাকা খরচ করতে হবে না। অর্থাৎ এতে আপনি দু’টি সুবিধা পাবেন, ফোনের সঙ্গে স্মার্টওয়াচটি একেবারে বিনামূল্যে পাবেন। এমনকি সেই স্মার্টওয়াচের দাম মোটেই কম নয়। আপনি 5,000 টাকার একটি স্মার্টওয়াচ বিনামূল্যে পাবেন। Realme 11 Pro সিরিজের স্মার্টফোনটি 8 জুন বাজারে লঞ্চ হবে। এই সিরিজে কোম্পানি দু’টি স্মার্টফোন নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে Realme 11 Pro এবং Realme 11 Pro+। চলুন জেনে নেওয়া যাক আপনি কীভাবে এই সুযোগ পাবেন।

Realme 11 Pro সিরিজের প্রি-বুকিং এবং দাম:

রিপোর্ট অনুযায়ী, Realme 11 Pro সিরিজটি 8 জুন থেকে অফলাইনে প্রি-বুক করা যাবে। আপনি যদি লেটেস্ট স্মার্টফোনটির জন্য প্রি-অর্ডার করেন, তাহলে বিনামূল্যে 4,499 টাকা মূল্যের Realme Watch 2 Pro পেয়ে যেতে পারেন। Realme 11 Pro সিরিজের দাম একটি রিপোর্টে ফাঁস করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, Realme 11 Pro 22,000 থেকে 23,000 টাকার মধ্যে হতে পারে। Realme 11 Pro + এর দাম হতে পারে 28,000 থেকে 29,000 টাকা হবে।

Realme 11 Pro সিরিজের ফিচার:

স্মার্টফোনে থাকবে একটি 6.7-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে, ফুল HD + রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 950nits পিক ব্রাইটনেস। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট মালি জি68 জিপিইউ পাবেন। এছাড়াও এতে 12GB RAM এবং 1TB স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া হয়েছে। ভিডিয়ো এবং ফটোগ্রাফির জন্য, আপনি Realme 11 Pro + এ 200MP, 8MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 2MP ম্যাক্রো সেন্সর পাবেন। Realme 11 Pro-তে আপনি 100MP ক্যামেরা, 2MP ম্যাক্রো সেন্সর পাবেন। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য, Realme 11 Pro + তে একটি 32MP ক্যামেরা এবং Realme 11 Pro তে একটি 16MP ক্যামেরা পাওয়া যাবে। দু’টি ফোনেই 4870mAh ব্যাটারি পাওয়া যাবে এবং উভয়েই ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

Next Article