Realme C30-র পথ চলা শুরু 7,499 টাকায়, 5000mAh ব্যাটারি, 8MP ক্যামেরা, আর কী ফিচার্স?

Realme C30 Price In India, Specifications: রিয়েলমি সি30 ফোনটি ভারতে লঞ্চ করে গেল 8,000 টাকারও কম দামে। কী-কী ফিচার্স রয়েছে ফোনটিতে, একবার দেখে নিন।

Realme C30-র পথ চলা শুরু 7,499 টাকায়, 5000mAh ব্যাটারি, 8MP ক্যামেরা, আর কী ফিচার্স?
দুরন্ত লুক ও দুর্দান্ত ফিচার্সের Realme C30।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2022 | 4:13 PM

অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ করে গেল Realme C30। রিয়েলমি সি-সিরিজের এই নতুন হ্যান্ডসেটে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। আর সেই সব ফিচার্স আপনি পেয়ে যাবেন 8,000 টাকার মধ্যেই। গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনসের মধ্যে এই Realme C-সিরিজ স্মার্টফোনে রয়েছে একটি HD+ ডিসপ্লে এবং একটি Unisoc প্রসেসর। সফ্টওয়্যারের দিক থেকে এই ফোনটি Android 11 ভিত্তিক এবং অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে।

Realme C30 দাম ও উপলব্ধতা

রিয়েলমি সি30 ফোনটি লঞ্চ করা হয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। Realme C30 ফোনটি ভারতে নিয়ে আসা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। সেই 2GB+32GB এবং 3GB+32GB স্টোরেজ মডেলগুলির দাম যথাক্রমে 7,499 টাকা ও 8,299 টাকা। মোট তিনটি কালার অপশন রয়েছে ফোনটির – লেক ব্লু, বাম্বু গ্রিন এবং ডেনিম ব্ল্যাক। 27 জুন থেকে ক্রেতা এই ফোনটি কিনতে পারবেন। রিয়েলমি অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেল স্টোর্স থেকে এই ফোনটি ক্রয় করা যাবে।

Realme C30 স্পেসিফিকেশনস, ফিচার্স

Realme C30 ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 720X1600 পিক্সেলস এবং 400 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর Unisoc প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 3GB পর্যন্ত RAM-এর সঙ্গে।

32GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকছে ফোনটির। এছাড়াও একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। ডুয়াল SIM সাপোর্টেড এই Realme C30 ফোনটি Android 11 Go Edition ভিত্তিক অপারেটিং সিস্টেমে দৌড়বে।

এই রিয়েলমি স্মার্টফোনের পিছনে রয়েছে একটাই মাত্র ক্যামেরা। সেই সিঙ্গেল-লেন্সটি একটি 8MP সেন্সর, যা অ্যাপার্চার f/2.0। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর, যা অ্যাপার্চার f/2.2।

এই Realme C30 ফোনে রয়েছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করবে।