ভারতে ফের একটি বাজেট স্মার্টফোন নিয়ে হাজির হল রিয়েলমি। সংস্থার সেই লেটেস্ট হ্যান্ডসেটের নাম Realme Narzo 50i Prime। প্রসঙ্গত, কয়েক দিন আগেই Realme C33 ফোনটি হাজির হয়েছিল, যার ফিচার ও স্পেসিফিকেশন অনেকাংশেই মিলে যায় Realme Narzo 50i Prime-এর সঙ্গে। এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে, বিভিন্ন প্রাইস পয়েন্টে, বিভিন্ন গ্রাহকের কাছে পৌঁছতেই সমপরিমাণ ফিচার দিয়ে নানাবিধ ফোন নিয়ে আসছে Realme। নতুন Realme Narzo 50i Prime ফোনের দাম 7,999 টাকা, ঠিক সেখানে Realme C33 ফোনটির দাম 8,999 টাকা। এন্ট্রি-লেভেলের নতুন ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক তথ্য জেনে নিন।
Realme Narzo 50i Prime: দাম ও প্রাপ্যতা
নতুন Realme Narzo 50i Prime ভারতে দুটি ভার্সনে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে 3GB RAM + 32GB স্টোরেজ মডেলটির দাম 7,999 টাকা এবং 4GB RAM + 64GB স্টোরেজ স্পেসের দাম 8,999 টাকা। এন্ট্রি-লেভেলের ফোনটির ডার্ক ব্লু এবং মিন্ট গ্রিন এই দুই কালার ভ্যারিয়েন্ট রয়েছে। অ্যামাজ়ন, রিয়েলমি-র অনলাইন সাইট এবং অফলাইন স্টোরে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Realme Narzo 50i Prime: স্পেসিফিকেশন, ফিচার
1) Realme Narzo 50i Prime-এ রয়েছে একটি 6.5 ইঞ্চির LCD স্ক্রিন, যা HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। প্যানেলের রিফ্রেশ রেট 60Hz। এই ডিসপ্লেতে রয়েছে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ, যা সেলফি ক্যামেরার ঘর। পাশাপাশি ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ।
2) পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি Unisoc T612 প্রসেসরের সাহায্যে, যা একটি এন্ট্রি-লেভেল চিপ। এই একই চিপসেট আবার Realme C33 স্মার্টফোনেও দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটির প্রসেসর পেয়ার করা রয়েছে Mali-G57 GPU-র সঙ্গে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
3) সফটওয়্যার হিসেবে এই রিয়েলমি স্মার্টফোনে রয়েছে Android 11 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম। রয়েছে বেশ বড় এবং শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
4) ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে ফোনটিতে। Realme Narzo 50i Prime-এ প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।