Realme N55: বেশ কিছু দিন পর Realme তার Narzo সিরিজ়ের ফোন লঞ্চ করেছে। নতুন ফোনের নাম Realme N55। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই ফোনটি 33W চার্জিং সাপোর্ট করবে। সস্তার লাইনআপের এটি কোম্পানির প্রথম ফোন যা, 33W চার্জিং সাপোর্ট করে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে একটি AI ক্যামেরা সিস্টেম। Realme N55 ফোনের দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। ইন্ট্রোডাক্টারি অফারে এই ফোনের সঙ্গে 1,000 টাকার ডিসকাউন্টও দেওয়া হচ্ছে।
Realme N55: কত দাম এই ফোনের?
Realme N55 ফোনের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। তাদের মধ্যে 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 12,999 টাকা। এই স্মার্টফোনের আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল, এটি 12GB ডায়নামিক RAM সাপোর্ট করে। প্রাইম ব্লু এবং প্রাইম ব্ল্যাক এই দুটি কালার অপশনে পাওয়া যাবে ফোনটি।
Realme N55: ফিচার ও স্পেসিফিকেশন
Realme N55 ফোনে রয়েছে 6.72 ইঞ্চির একটি ফুল স্ক্রিন, যা FGD+ রেজ়োলিউশন, 90Hz স্ক্রিন রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের ঠিক উপরের ভাগে রয়েছে সেলফি ক্যামেরার জন্য একটি হোল পাঞ্চ ডিজ়াইন। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে MediaTek Helio G88 চিপসেটের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 6GB RAM + 128GB ইন্টারন্যাল স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে Android 13 ভিত্তিক Realme UI 4.0 কাস্টম স্কিন।
প্রাইমারি ক্যামেরা হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে 64MP সেন্সর। তার সঙ্গে রয়েছে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স এবং আর একটি 2MP রেজ়োলিউশনের ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। তবে বিভিন্ন সেন্সরের পাশাপাশি Realme N55-র ক্যামেরায় একাধিক আকর্ষণীয় ফিচার্স রয়েছে, যা সামগ্রিকভাবে ভাল ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে পারবে। বোকে ফ্লেয়ার পোর্ট্রেউট, এআই কালার পোর্ট্রেইট এবং স্ট্যারি মোডের মতো জরুরি ফিচার্স রয়েছে ফোনটিতে।
5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 33W SuperVOOC চার্জিং সলিউশন সাপোর্ট করবে। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, মাত্র 29 মিনিটের মাথায় ফোনটি 50% চার্জ হয়ে যাবে এবং 63 মিনিটে ফোনটি 100% শতাংশ চার্জ হয়ে যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।